• বুধবার, ৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪২৯
দাগনভূঞার সরকারি কর্মকর্তার করোনা জয়

সংগৃহীত ছবি

সারা দেশ

দাগনভূঞার সরকারি কর্মকর্তার করোনা জয়

  • দাগনভূঞা (ফেনী) প্রতিনিধি
  • প্রকাশিত ১১ মে ২০২০

করোনা পজেটিভ হওয়া দাগনভূঞা উপজেলা পর্যায়ের সরকারি কর্মকর্তা করোনা থেকে মুক্তি পেয়েছেন।

রবিবার রাতে বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেজ (বিআইটিআইডি) হাসপাতাল থেকে তার তৃতীয় দফায় নেওয়া নমুনা পরীক্ষার ফল নেগেটিভ এসেছে। সিভিল সার্জন ডা. সাজ্জাদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, গত ২১ এপ্রিল দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপজেলা পর্যায়ের এক সরকারি কর্মকর্তার নমুনা সংগ্রহ করা হয়। ২৯ এপ্রিল রাতে তার নমুনা প্রতিবেদনে পজেটিভ হয়। তাকে পৌর শহরের বাসায় রেখেই স্বাস্থ্য বিভাগের তত্বাবধানে চিকিৎসা দেয়া হয়। গত ১ মে দ্বিতীয় দফায় নমুনা পাঠানো হলে ৩ মে প্রতিবেদনে নেগেটিভ আসে। ৩ মে তৃতীয় দফায় নমুনার প্রতিবেদন গতকাল রবিবার রাতে এসে পৌছেছে। প্রতিবেদন নেগেটিভ হওয়ায় স্বাস্থ্য বিভাগ তাকে সুস্থ্য ঘোষণা করে।

দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রুবাইয়াত বিন করিম জানান, সুস্থ্য ঘোষণার পরও সরকারি কর্মকর্তা ১৪ দিন হোম কোয়ারেন্টিনে থাকবেন।

তিনি আরো জানান, সরকারি কর্মকর্তার সংস্পর্শে আসায় এক নারী জনপ্রতিনিধি ও পুলিশ কনস্টেবল করোনায় আক্রান্ত হন।

করোনা জয়ী ওই কর্মকর্তা বলেন, করোনার কোনো উপসর্গ ছিল না। তবে সরকারি দায়িত্ব পালনের স্বার্থে প্রতিনিয়ত লোকজনের সঙ্গে যোগাযোগ করতে হয়েছে।

জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, জেলায় গতকাল রবিবার ৫১ জন সহ গত ৪১ দিনে এ পর্যন্ত ৬৬৬ জনের করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়। চট্টগ্রামের ফৌজদারহাটের বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেজ (বিআইটিআইডি) হাসপাতাল ও চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় ৪১১ জনের নমুনা প্রতিবেদন আসে।

সরকারি কর্মকর্তার তৃতীয় দফা নমুনা নেগেটিভ হওয়ায় জেলায় এ নিয়ে তৃতীয় কোন ব্যক্তি করোনা ভাইরাস থেকে মুক্তি পেলেন। এর আগে প্রথম ও দ্বিতীয় আক্রান্ত ব্যক্তিকে গত বুধবার ডেডিকেটেড করোনা হাসপাতাল ট্রমা সেন্টারের আইসোলেশন থেকে ছাড়পত্র দিয়ে বাড়ি পাঠিয়ে দেয়া হয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads