• রবিবার, ১৯ মে ২০২৪, ৫ জৈষ্ঠ ১৪২৯
৫ জনের শরীর থেকে করোনা ছড়িয়েছে ১৪ জনে

সংগৃহীত ছবি

সারা দেশ

৫ জনের শরীর থেকে করোনা ছড়িয়েছে ১৪ জনে

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ১৩ মে ২০২০

অন্য জেলা থেকে আসা ৫ ব্যক্তির শরীর থেকে লালমনিরহাটে ১৪ জনের মধ্যে করোনা সংক্রমণ হয়েছে। এদের মধ্যে দুইজনের মাধ্যমে সংক্রমিত হয়েছেন তাদের পরিবারের ৭ সদস্য এবং তিন স্বাস্থ্যকর্মী। জেলায় কোয়ারিন্টিন নিশ্চিত করাসহ নানা দায়িত্ব পালনকারী পুলিশ সদস্যদের সংক্রমণ থেকে রক্ষা করতে নেয়া হয়েছে বাড়তি উদ্যোগ।

৯ই এপ্রিল নারায়ণগঞ্জ থেকে লালমনিরহাটের সদর উপজেলার গুড়িয়াদহ গ্রামে নিজ বাড়িতে ফেরেন কামরুল ইসলাম। পরীক্ষায় জানা যায় তিনি করোনা আক্রান্ত। দুই দিন পর তার সাত বছরের সন্তানের শরীরেও মেলে করোনার উপস্থিতি। দীর্ঘ ২৩ দিন আইসোলেশনে থেকে চিকিৎসা নিয়ে সুস্থ হন কামরুল। কিন্তু, আক্রান্ত হন তাকে চিকিৎসা দেয়া এক স্বাস্থ্যকর্মী।


এদিকে, গাজীপুরফেরত আদিতমারীর আরেক বাসিন্দার করোনা শনাক্ত হয় ২৭শে এপ্রিল। পরে আক্রান্ত হন তার পরিবারের আরও ছয় সদস্য। তাদের নমুনা সংগ্রহ করতে গিয়ে সংক্রমিত হন দুই স্বাস্থ্যকর্মী। এছাড়া হাতীবান্ধা, পাটগ্রাম ও আদিতমারীতে আক্রান্ত আরও তিনজনও বাড়ি ফিরেছিলেন অন্য জেলা থেকে।


সিভিল সার্জন ডা. নির্মলেন্দু রায় বলেন,আমরা তাদের আহ্বান জানাচ্ছি যে তারা যেন সামাজিক দূরত্ব মেনে চলে।আর প্রয়োজন ছাড়া যাতে কেউ ঘরের বাইরে না যায়।


এদিকে, হোম কোয়ারেন্টিন নিশ্চিতে কাজ করছেন পুলিশ সদস্যরা। জরুরি প্রয়োজন ছাড়া প্রবেশ ও বের হওয়ায় নিষেধাজ্ঞা থাকায় জেলার প্রবেশদ্বারগুলোতে চেকপোস্ট বসিয়ে মানুষের তাপমাত্রা পরিমাপও করছেন তারা। মনোবল চাঙ্গা রাখার পাশাপাশি তাদের করোনা সংক্রমণ থেকে সুরক্ষিত রাখতে বাড়তি উদ্যোগ নিয়েছেন পুলিশ সুপার।


পুলিশ সুপার আবিদা সুলতানা বলেন, আমরা অন্যান্য দায়িত্বের সঙ্গে স্বাস্থ্যবিধি মেনে চলতে জনগণকে উৎসাহিত করছি। এছাড়া নিজেদের সুরক্ষার জন্য আমরা পিপিই সরবরাহ করেছি।

ঈদ সামনে রেখে কঠোর অবস্থানে থাকার কথা জানিয়েছে জেলা পুলিশ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads