• শুক্রবার, ৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪২৯
দক্ষিণ কেরানীগঞ্জে বিএনপির উদ্যোগে অসহায়দের মাঝে ঈদবস্ত্র বিতরণ

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

দক্ষিণ কেরানীগঞ্জে বিএনপির উদ্যোগে অসহায়দের মাঝে ঈদবস্ত্র বিতরণ

  • কেরানীগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিত ১৪ মে ২০২০

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ বিএনপির উদ্যোগে ২৩০০ গরীব ও অসহায় মানুষের মাঝে ঈদবস্ত্র বিতরণ করা হয়েছে।

আজ বৃহস্পতিবার বেলা ১২টায় দক্ষিণ কেরানীগঞ্জের মীর্জাপুরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের বাড়ি থেকে এসব বস্ত্র বিতরণ করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সভাপতি এ্যাডভোকেট নিপুন রায় চৌধৗরী।

এসময় বিএনপি নেতাকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক হাজী আজগর আলী, দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপি নেতা হাজী সালাহ উদ্দিন, মোঃ আলী হোসেন, কোন্ডা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. নুর হোসেন, তেঘরিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি খোরশেদ আলম জমিদার, সাধারণ সম্পাদক আফজাল শিকদার, জিনজিরা ইউনিয়ন বিএনপি যুবদল নেতা আবু জাহিদ মামুন, দক্ষিণ কেরানীগঞ্জ থানা ছাত্রদলের সভাপিত শাহিন কবির, মোঃ সেলিম প্রমুখ।

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সভাপতি এ্যাডভোকেট নিপুন রায় সরকারের সমালোচনা করে বলেন, এ সরকার মানুষকে বেকায়দায় ফালানোর জন্য জনগণকে করোনার মুখে ঢেলে দিচ্ছে। দোকান মালিক সমিতিরা তারা দোকান খুলতে চাচ্ছে না কিন্তু সরকারের তরফ থেকে বারবার প্রেসার দেওয়া হচ্ছে আপনারা দোকান খোলা রাখেন ।

তিনি বলেন, আমাদের সরকার সচেতন না কিংবা এসরকার মানুষকে অসচেতনতা রূখ করে তারা নিজেরা নিজেদের দায় অস্বিকার করতে চাচ্ছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads