• শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জৈষ্ঠ ১৪২৯
লৌহজংয়ে উপজেলা কর্মকর্তাদের বোনাসের টাকা দিয়ে রোজাদারদের ইফতার বিতরণ

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

লৌহজংয়ে উপজেলা কর্মকর্তাদের বোনাসের টাকা দিয়ে রোজাদারদের ইফতার বিতরণ

  • লৌহজং (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
  • প্রকাশিত ১৬ মে ২০২০

মুন্সীগঞ্জের লৌহজংয়ে উপজেলা কর্মকর্তাদের বোনাসের টাকা দিয়ে রোজাদারদের ইফতার বিতরণ করা হয়েছে। ইউএনও মোহাম্মাদ কাবিরুল ইসলাম খাঁনের নেতৃত্বে লৌহজং উপজেলার অফিসার্স ক্লাবের সদস্যদের বোনাসের টাকা দিয়ে পথচারী, রিক্সাচালকদের মাঝে ইফতার সামগ্রী হিসেবে খিচুড়ি, খেজুর ও পানি বিতরণ করা হয়।

শনিবার ইফতারের আগে সরকারি লৌহজং বিশ্ববিদ্যালয় কলেজ রোডে পথচারী, রিকশা, ভ্যানচালকসহ যারা ইফতারের সময় বাসায় গিয়ে ইফতার করতে পারছে না তাদের ১৫০ জনের মাঝে এ ইফতার সামগ্রী তুলে দেওয়া হয়। এর আগের দিন শুক্রবার ১৭০ জনকে এ ইফতার দেওয়া হয়েছে।

ইউএনও মোহাম্মদ কাবিরুল ইসলাম খাঁন জানান, রাষ্ট্রের ক্রান্তিলগ্নে রাষ্ট্রের মানুষের পাশে থেকে কাজ করতে চাই। আমরা লৌহজং উপজেলার অফিসার্স ক্লাবের সকল সদস্য তাদের বোনাসের টাকা দিয়ে ২১ রোজা থেকে শেষ রোজা পর্যন্ত উপজেলায় যাদের ইফতারের সময় বাসায় থাকা সম্ভব হয় না, তাঁদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করে যাবো। এ ছাড়া রমজানের শেষদিকে ৭০০ দুস্থের মাঝে ঈদ সামগ্রী বিতরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads