• সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪২৯
লামা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার পর এবার আয়া করোনা পজেটিভ

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

লামা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার পর এবার আয়া করোনা পজেটিভ

  • লামা (বান্দরবান) প্রতিনিধি
  • প্রকাশিত ১৮ মে ২০২০

বান্দরবানের লামা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা কর্মকর্তা মোহাম্মদুল হকের পর কোনো ধরণের উপসর্গ ছাড়াই এবার আয়া মমতাজ বেগমের নমুনা পরীক্ষার ফলাফলও পজেটিভ এসেছে। এ নিয়ে উপজেলায় মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে পাঁচ জনে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) মোহাম্মদ রোবীন রোববার সন্ধ্যায় সাংবাদিকদের এমন তথ্য নিশ্চিত করেন।

লামায় এই নিয়ে স্বাস্থ্য কর্মকর্তাসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দুজন করোনায় আক্রান্ত হলো। এর আগে আরো তিন জনের করোনায় পজেটিভ রিপোর্ট আসে এবং প্রথম আক্রান্ত রাশেদা বেগম সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে।

এ বিষযে লামা উপজেলা নির্বাহী অফিসার নূর-এ জান্নাত রুমি বলেন, যারা সার্বক্ষণিক করোনা রোগীদের সেবায় নিয়োজিত এবং করোনা যোদ্ধা হিসেবে কাজ করছেন তারাই আজ একে একে করোনায় আক্রান্ত হচ্ছেন। সবার কাছে তাদের জন্যে দোয়া কামনা করছি।

সংক্রমণ এড়াতে স্বাস্থ্য কমপ্লেক্সের আয়া মমতাজ বেগমকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আইসোলেশন রাখা হয়েছে বলেও জানান তিনি। 

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads