• বৃহস্পতিবার, ২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪২৯
বিলে মাছধরা নিয়ে প্রতিপক্ষের হামলায় বৃদ্ধ নিহত

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

বিলে মাছধরা নিয়ে প্রতিপক্ষের হামলায় বৃদ্ধ নিহত

  • দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি
  • প্রকাশিত ১৯ মে ২০২০

নেত্রকোনার দুর্গাপুরে বিলে মাছ ধরার বাইর ( বাঁশ বেতের তৈরী ফাঁদ) পাতাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আব্দুল জলিল (৬৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৯ মে) দুপুরে উপজেলার গাঁওকান্দিয়া ইউনিয়নের হাতিমারাকান্দা গ্রামে এই হামলার ঘটনা ঘটে। 

এসময় বৃদ্ধর চার ছেলে ও ভাই সহ আরো অন্তত ৮ জন আহত হন।

স্থানীয়রা আহতদেরকে উদ্ধার করে দুর্গাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। তাদের মধ্যে দুইজনকে আশংকাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজে প্রেরণ করা হয়েছে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, হাতিমারাকান্দা গ্রামের হরচাপটা বিলে মাছ ধরতে বাঁশের তৈরী ফাঁদ ( দেশী নাম বাইর) পাতাকে কেন্দ্র করে সোমবার (১৮ মে)  সন্ধ্যায় যুবক মিরাস উদ্দিনের সাথে একই গ্রামের শাহ আলমের ঝগড়া হয়।

এরই জেরে মঙ্গলবার (১৯মে) দুপুরে শাহ আলমের বাড়ির লোকজন মিরাসের বাড়িতে দেশীয় অস্ত্র সশ্র নিয়ে হামলা চালায়। 

হামলায় বল্লমের আঘাতে মিরাসের পিতা আব্দুল জলিল ঘটনাস্থলেই নিহত হন।

এসময় মিরাস তার আরো তিন ভাই এবং  চাচারা সহ আরো ৮ জন আহত হন। স্থানীয়রা উদ্ধার করে তাদেরকে দুর্গাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে আশংকাজনক অবস্থায় ময়মনসিংহ প্রেরন করেন। 

এদিকে এই ঘটনার খবর পেয়ে দুর্গাপুর থানার ওসি পুলিশ সহ এলাকায় ছুটে যান। তবে হামলাকারীরা ঘটনার পর থেকেই পলাতক রয়েছে।

এ ব্যাপারে ওসি মো. মিজানুর রহমান সত্যতা নিশ্চিত করে বলেন একজন মারা গেছে অন্যরা চিকিৎসা নিচ্ছে। আমরা ঘটনাস্থলে যাচ্ছি। অপরাধী ধরা পড়বেই। 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads