• সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪২৯
বৃষ্টিতেও থেমে নেই ঈদ কেনাকাটা

ছবি: বাংলাদেশের খবর

সারা দেশ

বৃষ্টিতেও থেমে নেই ঈদ কেনাকাটা

  • রিফাত আহমেদ রাসেল, দুর্গাপুর (নেত্রকোণা) প্রতিনিধি
  • প্রকাশিত ২০ মে ২০২০

সুপার সাইক্লোন আম্পানের প্রভাবে বুধবার সকাল থেকেই থেমে থেমে বৃষ্টি হচ্ছে নেত্রকোণার দুর্গাপুরে । কখনো মাঝারি কখনো বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে উপজেলার সর্বত্রই । তবে উপজেলা কোথাও এখন পর্যন্ত ঝড়ো হাওয়া কিংবা ঝড়ের কোনো খবর পাওয়া যায়নি । বেলা বাড়ার সাথে সাথে কিছুক্ষণের জন্য সূর্যের দেখা মিলল আবারো বেলা ১২টার পর মাঝারি বৃষ্টিপাত শুরু হয় দুর্গাপুরে ।

এদিকে বৃষ্টি উপেক্ষা করেই পৌর শহরের বাজারগুলোতে ঈদ কেনাকাটায় ভিড় করছে মানুষ। বৃষ্টির মাঝেও থেমে নেই পরিবার-পরিজনের জন্য ঈদে কেনাকাটা । বিশেষ করে এই বৃষ্টির মাঝেও কাপড় দোকান গুলোতে উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে ‌। শহরের মধ্য বাজার, পশ্চিম গলি, তেরি বাজার, কালিবাড়ি মোড় সহ প্রায় ৪ শতাধিক দোকানে সামাজিক দূরত্ব না মেনেই কেনাকাটা করছেন সকলেই ।

ঈদের বাকি আর মাত্র ৩ দিন তাই শেষ সময়ে এসে পরিবার-পরিজনদের কথা মাথায় রেখে করোনা ভাইরাসকে ঠেলে মানুষ এখন ব্যস্ত কেনাকাটায় । বৃষ্টি তাতে কি মাথায় ছাতা কেউবা আবার বৃষ্টিতে ভিজেই বাজারগুলোতে বেরিয়ে পড়েছেন গ্রামের নারী পুরুষ থেকে শুরু করে ছোট-বড় সবাই ।

গেল কয়েক মাসে এই উপজেলায় করোনা ভাইরাস কেউ আক্রান্ত না হলেও মাত্র কয়েক দিনে ব্যবধানেই ঢাকা ফেরত ৬ জন করোনাভাইরাস আক্রান্ত হয়েছেন । তারপরও মানুষের মাঝে এখনও বাড়েনি সচেতনতা । উল্টো নিজে ও পরিবারকে বিপদের দিকে ঠেলে বাজারগুলোতে আসছে তারা ।

যাদের বেশিরভাগই করোনা থেকে বাঁচতে মুখে নেই মাক্স হাতেও ব্যবহার করছেন না গ্লাভস । তিন দিন পরেই ঈদ তাই করোনার সব চিন্তাভাবনা জলাঞ্জলি দিয়ে ঈদ কেনাকাটাকেই বড় করে দেখছেন গ্রামের মানুষগুলো । গত কয়েকদিন শুধু কাপড়ের দোকানগুলোতে ভিড় দেখা গেলেও এখন জুতা আর কসমেটিকস দোকানগুলোতেও মানুষের উপচে পড়া ভিড় । সামাজিক দূরত্ব ভুলে ছোট ছোট দোকানগুলোতে একত্রে ২০/২৫ জন মিলে কেনাকাটা চিত্রও দেখা মিলছে হরহামেশা ।

ঈদ কেনাকাটায় আসা একজন জানান, প্রতিবারই পরিবার-পরিজনের জন্য কিছু না কিছু কিনে থাকি । এবারও ওই চিন্তা ভাবনা মাথায় নিয়েই তাদের জন্য কিছু কেনাকাটা করতে বাজারে এসেছি । 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার তানজিরুল ইসলাম জানান, দিন যত যাচ্ছে করোনার প্রকোপ ততই বাড়ছে ‌। তারপরও বাজারগুলোতে মানুষের ভিড় কমছে না । পরিস্থিতি স্বাভাবিক হলে যে যার মতো কেনাকাটা করতে পারবে । কিন্তু এই সময় সকলের উচিত সামাজিক দূরত্ব মেনে চলা। 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads