• বুধবার, ১৫ মে ২০২৪, ১ জৈষ্ঠ ১৪২৯
লুট হওয়া শর্টগানসহ ডাকাত চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

লুট হওয়া শর্টগানসহ ডাকাত চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

  • কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
  • প্রকাশিত ৩০ মে ২০২০

গাজীপুরের কালীগঞ্জ পৌর এলাকার বালীগাঁও গ্রামের চায়না ফ্যাক্টরির লুট হওয়া শর্টগানসহ ডাকাত দলের ৩ সদস্যকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। শুক্রবার ভোরে অভিযানে ৩ ডাকাত গ্রেপ্তার করা হয়। পরে তাদের জবানবন্দী অনুযায়ী আজ শনিবার লুট হওয়া শর্টগান উদ্ধার করা হয়।

দুপুরে গ্রেপ্তারকৃতদের গাজীপুর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

অস্ত্র উদ্ধার, ডাকাত গ্রেপ্তার ও তাদের আদালতে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন থানার অফিসার ইনচার্জ একেএম মিজানুল হক।

গ্রেপ্তারকৃতরা হলেন- নরসিংদীর পলাশ উপজেলার ডাঙ্গা ইউনিয়নের বিরিন্দা গ্রামের রমিজ উদ্দিনর ছেলে মো. হারুন মিয়া (২৪), একই এলাকার মোমেন সরকারের ছেলে সুজন সরকার (২০) ও একই উপজেলার আশরাফপুর গ্রামের কবির মিয়ার ছেলে অনিক মিয়া (১৯)।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ একেএম মিজানুল হক জানান, গত মাসের ২২ তারিখ দিবাগত রাতে কালীগঞ্জ পৌর এলাকার বালীগাঁও গ্রামের চায়না ফ্যাক্টরিতে ডাকাতির ঘটনা সংগঠিত হয়। ওই ঘটনায় কোনো মালামাল না নিয়ে গেলেও কারখানার নিরাপত্তা প্রহরীর কাছ থেকে একটি শর্টগান লুটে নেয়। পরে ওই ঘটনায় ৩০ এপ্রিল কারখানার কর্মকর্তা হোসেন আলী বাদী হয়ে অজ্ঞাত ৮/৯ জনকে আসামী করে ডাকাতি মামলা (নং ১১) দায়ের করেন। সেই মামলার প্রেক্ষিতে প্রায় ১ মাস বিভিন্নস্থানে দীর্ঘ অভিযান পরিচালিত হয়। এরই ধারবাহিকতায় ২৯ মে ভোর থেকে ৩০ মে সকাল পর্যন্ত দুই দিনব্যাপী ওসির নেতৃত্বে থানার এসআই সোহেল মোল্লা, জিহাদুল হক শামসুদ্দোহাসহ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালিত হয়। অভিযানে তিন ডাকাতকে তাদের নিজ বাড়ী থেকে গ্রেপ্তার করা হয়।

তিনি আরো জানান, গ্রেপ্তার তিন আসামীর স্বীকারোক্তি মোতাবেক আসামি হারুনের শশুরবাড়ী নরসিংদীর পলাশ উপজেলার জিনারদী এলাকার একটি জঙ্গল থেকে অস্ত্র (.১২ বোর শর্টগান) উদ্ধার করা হয়। দুপুরে গ্রেপ্তারকৃতদের গাজীপুর আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads