• মঙ্গলবার, ৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪২৯
নেত্রকোণায় বিরল প্রজাতির মাছ

ছবি: বাংলাদেশের খবর

সারা দেশ

নেত্রকোণায় বিরল প্রজাতির মাছ

  • পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি
  • প্রকাশিত ০৭ জুন ২০২০

নেত্রকোণা সদর উপজেলার সিংহের বাংলা ইউনিয়নের কয়রা গোবিন্দপুর গ্রামের ধুলাই খাল নদীতে রতন মিয়ার জালে আটকা পড়ল বিরল প্রজাতির মাছ। স্থানীয় লোকজন এটিকে বলে ‘টাইগার মাছ’। তবে মাছটির আসল নাম ‘সাকার মাউথ ক্যাটফিশ’।

আজ রোববার ধুলাই খাল নদীতে মাছ ধরার সময় জালে আটক হয় মাছটি। শরীরে বাদামি রং এবং ছোট কালো রঙের বিন্দু বিন্দু ছাপ রয়েছে। এ বৈশিষ্ট্যের কারণে স্থানীয় লোকজন এর নাম দিয়েছেন টাইগার মাছ। কয়েক মাস আগেও একই প্রজাতির আরও একটি মাছ ধরা পড়েছিল এ নদীতে।

বিরল প্রজাতির মাছ ধরার খবর পেয়ে উৎসুক জনতা ভীড় জমায়। স্থানীয় ও মৎস্য বিভাগ জানায় এটি বিদেশি মাছ। সাকার মাউথ ক্যাটফিস ইংরেজি নাম হলেও এর বৈজ্ঞানিক নাম হাইপোস্টমাস। মাছটি লরিকেরিয়েডি পরিবারভুক্ত। সাধারণত মাছগুলো মুখ দিয়ে চুষে খাবার খায়। বিভিন্ন দেশে এটি অ্যাকুরিয়ামে শোভাবর্ধক হিসেবে ব্যবহার করা হয়। পানির তলদেশে বাস করে এবং শেওলাজাতীয় উদ্ভিদ খায়। স্বভাবে শান্ত প্রকৃতির মিঠা পানিতে বাস করে মাছটি।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads