• রবিবার, ১৯ মে ২০২৪, ৫ জৈষ্ঠ ১৪২৯
কুমিল্লায় করোনায় দুইজনের মৃত্যু, তিন ব্যাংক কর্মকর্তাসহ নতুন আক্রান্ত ২৬

ফাইল ছবি

সারা দেশ

কুমিল্লায় করোনায় দুইজনের মৃত্যু, তিন ব্যাংক কর্মকর্তাসহ নতুন আক্রান্ত ২৬

  • কুমিল্লা প্রতিনিধি
  • প্রকাশিত ০৮ জুন ২০২০

কুমিল্লায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। এদিকে চান্দিনায় উত্তরা ব্যাংকের তিনজন কর্মকর্তাসহ জেলায় নতুন করে ২৬ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়। ঢাকা থেকে ওই ২৬ জনের করোনা পজিটিভ রিপোর্ট আসে।

সোমবার জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে এই তথ্য জানা যায়।

সূত্র জানায়,চান্দিনায় ছয়জন, দাউদকান্দিতে ১১ জন, তিতাস, বুড়িচং ও মনোহরগঞ্জে তিনজন করে আক্রান্ত হয়েছেন। সোমবার ২৩ জনসহ সুস্থ হয়েছেন ২৪০ জন। চান্দিনা ও লালমাইতে দুইজনসহ মোট মৃত্যু হয়েছে ৪৩ জনের।

চান্দিনা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহসানুল হক মিলু জানান, চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মো. আরিফুর রহমানের মায়ের শুক্রবার মৃত্যু হয়। এছাড়া সোমবার উপজেলার সালুচরের একজন করোনা আক্রান্ত রোগীর মৃত্যু হয়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads