• রবিবার, ১২ মে ২০২৪, ২৯ বৈশাখ ১৪২৯
রাতে আকাশে এখন ডিজিটাল নাইট কাইট

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

রাতে আকাশে এখন ডিজিটাল নাইট কাইট

  • পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি
  • প্রকাশিত ০৯ জুন ২০২০

নেত্রকোণার পূর্বধলা উপজেলার মানুষ খুঁজে বের করেছে অন্যরকম বিনোদন। আর সেই বিনোদনের প্রকাশ ঘটেছে গ্রাম থেকে শহরেও। করোনা সংকটে দেশজুড়ে মানুষের মাঝে যখন অস্বস্তি বিরাজ করছে ঠিক তখনই নিজেদেরকে আনন্দ দিতে ঘুড়ি উৎসবে মেতে উঠেছে উপজেলার নানা বয়সী ঘুড়িপ্রেমীরা।

শিশু থেকে তরুণ যুবক এমনকি মাঝবয়সীরাও। দিনের সাথে সাথে এখন রাতের আকাশেও যুক্ত হয়েছে নানা রঙের ডিজিটাল ঘুড়ি। আর রাতের আকাশে এসব ঝলমলে ঘুড়ি দেখতে পেয়ে মুগ্ধ হচ্ছেন স্থানীয়রা। প্রতিটি ঘুড়িতে করা হচ্ছে বিভিন্ন রঙের ছোট ছোট লাইটিং। অন্ধাচ্ছন্ন আকাশে উড়ন্ত ঘুড়ির লাইটগুলো দেখতে তারা মতন। দেখে মনে হয় আকাশে বসেছে তারার মেলা।

জেলার বিভিন্ন এলাকায় করোনার ভয় উপেক্ষা করেই দিনে রাতে ছোট-বড় নানা বয়সী ঘুড়ি প্রেমীরা মেতেছেন এই উৎসবে। উপজেলার বিভিন্ন বাজারগুলো থেকে হরেক রকম পলিথিন কিনে ৩০০ থেকে ৫০০’র মতন টাকা প্রতি ঘুড়িতে খরচ করেও ঘুড়িপ্রেমীরা প্রতিদিন আকাশে দিন থেকে রাত অব্দি উড়ছে এ সকল ডিজিটাল রঙ্গিন ঘুড়ি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads