• রবিবার, ১৯ মে ২০২৪, ৫ জৈষ্ঠ ১৪২৯
 শ্রীপুরে করোনা রোগী ২০০ ছাড়াল

ফাইল ছবি

সারা দেশ

শ্রীপুরে করোনা রোগী ২০০ ছাড়াল, নতুন শনাক্ত ৩৭

  • শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
  • প্রকাশিত ১০ জুন ২০২০

গাজীপুরের শ্রীপুরে নোভেল করোনাভাইরাস বা কোভিড ১৯ এ আক্রান্ত রোগীর সংখ্যা দুইশ ছাড়িয়ে গেছে।  এক দিনের নমুনার তথ্যে ৩৭ জনের শরীরে  নতুন করে করোনা ভাইরাস সংক্রমণ ধরা পড়েছে। একদিনে সর্বোচ্চ রের্কডও এটি। এর আগে এক দিনে সর্বোচ্চ ৩৫ জন করোনায় শনাক্ত হয়েছিলেন ।  এ নিয়ে  মোট ২২১ জন করোনা ভাইরাসে আক্রান্ত রোগী ধরা পড়ল এ উপজেলায় । এদের মধ্যে বাইরে থেকে ৫ জন আক্রান্ত হয়ে এসেছিল।
   
স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানিয়েছে, এ পর্যন্ত ১ হাজার ৬৩৬ জন রোগীর নমুনা (স্যাম্পল) সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে ১৩৯৮ জনের রিপোর্ট আমাদের হাতে আসছে। যার মধ্যে ২২১ জন রোগী করোনা বা কোভিড ১৯  রোগে শনাক্ত হয়েছে। এর আগে উপজেলার বাইরে থেকে শনাক্ত হয়ে ৫ জন রোগী শ্রীপুরে এসেছিলেন। গত ২ এপ্রিল প্রথম নমুনা সংগ্রহ করা হয়। পরে ১৩ এপ্রিল একজন পুরুষের পজেটিভ রিপোর্ট আসে। ইতোমধ্যে হাসপাতালে চিকিৎসা শেষে ৩০ জন ছাড়পত্র নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।

জহিরুল ইসলাম (সিএইচসিপি) জানান, আজও  নমুনা সংগ্রহ করা হয়েছে। স্বাস্থ্য কমপ্লেক্সে স্থাপন করা বুথে নিয়মিত করোনা স্যাম্পল সংগ্রহ করা হয়।

তিনি বলেন, দিন দিন নমুনা দেওয়া মানুষের ভিড় বাড়ছে। একটি বুথে নমুনা সংগ্রহ কষ্টকর হয়ে পড়েছে। লম্বা লাইনে দীর্ঘ সময় দাঁড়িয়ে থেকে নমুনা দিচ্ছে আগত মানুষজন। অনেক সময় দাঁড়িয়ে থাকতে থাকতে বিরক্ত হন তারা। জনবল সংকটেও রয়েছি আমরা।  বুথের সংখ্যা বাড়ালে কাজের গতি আসবে। সহজে ও দ্রুত মানুষ নমুনা দিতে পারবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads