• রবিবার, ১৯ মে ২০২৪, ৫ জৈষ্ঠ ১৪২৯
কলমাকান্দায় ধান বোঝাই লরির ধাক্কায় প্রাণ গেল নারী এনজিও কর্মীর

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

কলমাকান্দায় ধান বোঝাই লরির ধাক্কায় প্রাণ গেল নারী এনজিও কর্মীর

  • কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি
  • প্রকাশিত ১১ জুন ২০২০

নেত্রকোণার কলমাকান্দায় সড়ক দুর্ঘটনায় অটো ইজিবাইক উল্টে লাকী আক্তার (৩০) এক এনজিও কর্মী  নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এতে আরো ৫ জন আহত হয়েছেন। আহতরা স্থানীয় ও উপজেলা সদরে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ।

নিহত লাকী আক্তার (৩০) নেত্রকোণা জেলার মোহনগঞ্জ উপজেলার তেতুলিয়া  গ্রামের মো. বাবুল মিয়ার মেয়ে  ও কলমাকান্দায় বেসরকারি সংস্থা পপি এর (এনজিও) নাজিরপুর ব্রাঞ্চের একজন মাঠ কর্মকর্তা।

আজ বৃহস্পতিবার দুপর দেড়টায়  উপজেলার কলমাকান্দা-দুর্গাপুর সড়কের নাজিরপুর ইউনিয়নের রামপুর নামক স্থানে এ দু ঘটনা ঘটে বলে জানিয়েছেন কলমাকান্দা থানার ওসি মো. মাজহারুল করিম।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে , আজ দুপুরে কলমাকান্দা উপজেলার পশ্চিম বাজার অটো স্ট্যান্ড থেকে আটজন যাত্রী নিয়ে নাজিরপুর বাজারে যাচ্ছিল। এসময় রামপুর নামক স্থানে বিপরীত থেকে আসা একটি ধান বোঝাই লরির ধাক্কা দিলে অটো ইজিবাইকটি উল্টে সড়কের পাশে খাঁদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই লাকী আক্তার নামে একজন এনজিও কর্মী মারা যায়। আর অটো ইজিবাইকে থাকা যাত্রী আরো ৫ জন আহত হয়। খবর পেয়ে ফাঁয়ার সার্ভিস এর একটি দল ঘটনাস্থলেই ছুটে যান। পরে পুলিশ  নিহতের মরদেহ উদ্ধার করে কলমাকান্দা থানায় নিয়ে আসেন। 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads