• সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪২৯
শ্রীপুরে সাবেক ব্যাংক কর্মকর্তার করোনায় মৃত্যু, অ্যাম্বুলেন্স না দেওয়ার অভিযোগ

ফাইল ছবি

সারা দেশ

শ্রীপুরে সাবেক ব্যাংক কর্মকর্তার করোনায় মৃত্যু, অ্যাম্বুলেন্স না দেওয়ার অভিযোগ

  • শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
  • প্রকাশিত ১১ জুন ২০২০

গাজীপুরের শ্রীপুরে করোনা ভাইরাস বা কোভিড ১৯ এ আক্রান্ত হয়ে  সাবেক এক ব্যাংক কর্মকর্তার মৃৃত  হয়েছেে। গতকাল বুুুধবার রাতে ঢাকার একটি হাসপাতালের আইসিইউতে নেওয়ার জন্য মাওনার স্থানীয় আল হেরা হাসপাতালে বারবার অনুরোধ করলেও চালক নাই অজুহাত দেখিয়ে তারা অ্যাম্বুলেন্স দেননি বলে অভিযোগ করছে মৃতের স্বজনরা। পরে অন্য ব্যবস্থাপনায় ঢাকার একটি হাসপাতালে নেওয়া হয় তাকে। ওখানেই তার মৃৃত্যু হয়।

এদিকে অ্যাম্বুলেন্স দিতে না দেওয়ার কথা অস্বীকার করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।

পরে আজ বৃহস্পতিবার সকাল ৯টায় স্বস্থ্যবিধি মেনে নিজ এলাকায় দাফন হয়েছে ওই ব্যাংক কর্মকর্তা।

শামসুল হক  সরকার  (৬০) ওরফে শামসুল হক বিএসসি মাওনা এলাকার আহমত আলী সরকারের ছেলে। তিনি সোনালী ব্যাংকের শ্রীপুর শাখার সাবেক ব্যবস্থাপক ছিলেন ।

নিহতের ছোট ভাই  জামাল উদ্দিন জানান , শামসুল হক রোজায়  এতেকাফে বসেছিলেন। ঈদের দুই দিন আগে হঠাৎ জ্বর অনুভব করেন। এরপর তার ছেলে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার জান্নাতুল নাঈম নমুনা পরীক্ষার ব্যবস্থা করেন। ৪ জুন তারিখে নমুন পরীক্ষায় তার শরীরে করোনা ভাইরাসের অস্তিত্ব মিলে। তিনি এতদিন হোম আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছিলেন। কিন্তু গত বুধবার হঠাৎ শ্বাসকষ্ট বেড়ে যায়। সেদিন দুপুর ২টায় ঢাকার সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাাতলে নিয়ে্ আইসিইউতে রাখা হয়। এর পর রাত সাড়ে ৭টায় তার মৃত্যু হয়।

তিনি আরো জানান, বুধবার শ্বাস কষ্ট শুরু হওয়ায় মাওনা চৌরাস্তার  আল-হেরা হাসপাতালের স্বত্বাধিকারী আবুল হোসেনের কাছে অ্যাম্বুলেন্স চাইলে প্রথমে দিতে রাজি হলেও পরে চালক রাজি হচ্ছে না অযুহাতে অ্যাম্বুলেন্স দেননি। 

মৃত ব্যক্তির ছোট ভাই লিয়াকত আলী সরকার আবারো অ্যাম্বুলেন্স দিতে অনুরোধ করলেও তিনি অনুরোধ রাখেননি। নিহতের বেশ কয়েকজন স্বজন তদবির করলেও অ্যাম্বুলেন্স দেননি। পরে বিকল্প ব্যবস্থায় তাকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। 

তিনি বলেন, আল-হেরা হাসপাতালে ৩টি অ্যাম্বুলেন্স থাকার পরেও এই করোনাকালে অ্যাম্বুলেন্স না পাওয়া আমাদের চমর ভোগান্তিতে ফেলেছে। এভাবে মানুষেকে সেবা দেওয়ার নামে হয়রানি করা হচ্ছে। দুঃসময়ে যদি মানুষ সেবা না পায়, তাহলে এটা কেমন মানব সেবা।

তিনি বলেন, হাসপাতালটিতে পাকিস্তানের দূতাবাসের পক্ষ থেকে বিনামূল্যে সেবা দেওয়ার জন্য একটি অ্যাম্বুলেন্স দেওয়া হয়। কিন্তু সেই অ্যাম্বুলেন্স দিয়ে কর্তৃপক্ষ প্রচুর টাকা ব্যবসা করেছে। অথচ প্রয়োজনের সময় অ্যাম্বুলেন্স মিলে না।

অভিযোগ অস্বীকার করে আল-হেরা হাসপাতালের স্বত্ত্বাধিকারী আবুল হোসেন বলেন, চালক কিছুতেই রাজি হচ্ছিল না। তাই অ্যাম্বুলেন্স দিতে পারিনি। তিনি বলেন, তার হাসপাতালের তিনটি অ্যাম্বুলেন্সের মধ্যে একটি নষ্ট। অপর একটির চালক চাকরি ছেড়ে চলে গেছে।

আবুল হোসেন বলেন, ’আমরা তো সেবা দিতেই বসেছি। সুযোগ থাকলে নিশ্চয় অ্যাম্বুলেন্স দিতাম। 


শ্রীপুর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ প্রণয় ভুষণ দাস জানান, আমি শুনেছি তিনি করোনা পজেটিভ ছিলেন। তবে আমাদের হাসপাতালে তার কোনো রেকর্ড নাই। তিনি অন্য কোথাও থেকে পরীক্ষা করিয়েছেন। তিনি বলেন আজও শ্রীপুরে ২০ জন করোনা পজেটিভ শনাক্ত হয়েছে।  একদিনে সর্ব্বোচ্চ  ৩৭ জন শনাক্ত  করোনা পজেটিভ হয়েছিল গতকাল ।  তিনি আরো জানান, সংক্রমিতদের মধ্যে  আমাদের দুইজন স্বাস্থ্য কর্মী রয়েছেন। তারা হোম আইসোলেসনে  রয়েছে। তাদের শাররীক অবস্থা ভাল। এ পর্যন্ত করোনায় দুইজনের মৃত্যু হয়েছে। 

 

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads