• সোমবার, ২০ মে ২০২৪, ৬ জৈষ্ঠ ১৪২৯
কেরানীগঞ্জে অপহৃত কলেজ ছাত্রী ভোলা থেকে উদ্ধার, দুই অপহরণকারী গ্রেপ্তার

প্রতীকী ছবি

সারা দেশ

কেরানীগঞ্জে অপহৃত কলেজ ছাত্রী ভোলা থেকে উদ্ধার, দুই অপহরণকারী গ্রেপ্তার

  • ভোলা প্রতিনিধি
  • প্রকাশিত ১২ জুন ২০২০

ঢাকার কেরানীগঞ্জের কালীগঞ্জ থেকে অপহৃত এক কলেজ ছাত্রীতে ১০ দিন পর ভোলা থেকে উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার দুপুরে সদর উপজেলার বাপ্তা ইউনিয়নের হাজির হাট এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। এসময় সেখান থেকে দুই অপহরণকারীকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন- মামলার প্রধান আসামি ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের বাসিন্দা বাচ্চু বেপারীর ছেলে রাসেল বেপারী (২৫) ও তার সহযোগী আলমগীর মিয়ার ছেলে মোঃ সোহাগ (২৭)। গত ৭ জুন অপহৃত ওই মেয়ের বাবা বাদি হয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় নারী ও শিশু আইনে একটি অপহরণ মামলা দায়ের করেন।

ভোলা সদর মডের থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন জানান, গত ৩ জুন ঢাকার কেরানীগেঞ্জ থেকে ওই কলেজ ছাত্রীকে অপহরণের ঘটনা ঘটে। পরে ৭ জুন ওই মেয়ের বাবা বাদি হয়ে থানায় মামলা করেছেন। অপহরণকারীরা মেয়েটিকে নিয়ে ভোলায় অবস্থান করছে এমন খবর পেয়ে আজ শুক্রবার কেরানীগঞ্জ থানা পুলিশের একটি দল ভোলার বাপ্তা ইউনিয়নের হাজির হাট এলাকা অভিযান চালায়। এসময় সেখান থেকে ওই কলেজ ছাত্রীকে উদ্ধার করার পাশাপাশি পুলিশ ওই মামলার প্রধান আসামী রাসেল বেপারী ও তার সহযোগী সোহাগকে গ্রেপ্তার করে ঢাকা নিয়ে যায়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads