• রবিবার, ১৯ মে ২০২৪, ৫ জৈষ্ঠ ১৪২৯
কলমাকান্দায় মামলা তুলে নিতে বাদীকে প্রাণনাশের হুমকির অভিযোগ

প্রতীকী ছবি

সারা দেশ

কলমাকান্দায় মামলা তুলে নিতে বাদীকে প্রাণনাশের হুমকির অভিযোগ

  • কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি
  • প্রকাশিত ১৩ জুন ২০২০

নেত্রকোণার কলমাকান্দা উপজেলার কৈলাটি ইউনিয়নের বিষমপুর গ্রামের এক বাবা ও মেয়ে এর নির্যাতনের ঘটনায় করা মামলা তুলে নিতে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।

এ ঘটনায় শনিবার বিকালে মামলার বাদীর মা মোছা. রহিমা আক্তার  খাতুন জীবনের নিরাপত্তা চেয়ে কলমাকান্দা  থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন।

অভিযোগে জানা গেছে, উপজেলার বিষমপুর গ্রামের মো. ফৌজদার মিয়া,মো.ফেরদৌস মিয়াসহ দশজন মিলে প্রায় একমাস পূর্বে একই গ্রামের  আবু চাঁন মিয়া ও তার মেয়ে মোছা. কুলছুমা আক্তারকে মারপিট  করেন। এতে  গুরুতর  আহত হন বাবা ও মেয়ে। ওই ঘটনায় আহত  কুলছুমা নিজেই বাদী হয়ে বিষমপুর গ্রামের মো. ফৌজদার মিয়া,মো.ফেরদৌস মিয়াসহ ১০ জনের নাম উল্লেখসহ কলমাকান্দা থানায়  একটি মামলা দায়ের করেন। আসামিরা ওই গ্রামের প্রভাবশালী হওয়ায়  বাদীকে মামলা তুলে নিতে নানানভাবে  চাপ প্রয়োগ করতে থাকেন। মামলা তুলে না নিলে আসা‌মিরা বাদীকে সপরিবারে খুনেরও হুমকি দিচ্ছেন বলে জানিয়েছেন বাদীর পরিবারের। বাদীর মা মোছা. রহিমা আক্তার খাতুন বলেন আমরা এখন নিরাপত্তাহীনতায় ভুগতেছি ।

কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল করিম বলেন, মামলা তুলে নেওয়ার জন্য  প্রাণনাশের হুমকি ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন বাদীর মা রহিমা। অতি দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেয়া হবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads