• রবিবার, ১৯ মে ২০২৪, ৫ জৈষ্ঠ ১৪২৯
রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় নিলেন বীরমুক্তিযোদ্ধা আব্দুল হামিদ

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় নিলেন বীরমুক্তিযোদ্ধা আব্দুল হামিদ

  • দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি
  • প্রকাশিত ১৩ জুন ২০২০

না ফেরার দেশে চলে গেলেন নেত্রকোনার দুর্গাপুর বীরমুক্তিযোদ্ধা আব্দুল হামিদ । ৭১ এ শক্ত হাতে জীবন বাজি করে শত্রুর মোকাবেলা করে স্বাধীন করেন এ দেশ । কিন্তু শেষ বয়সে এসে লিভার সিরোসিস ও বার্ধক্যতার কাছে হার মেনে চিরবিদায় নিলেন জাতির এই শ্রেষ্ঠ সন্তান।

গতকাল শুক্রবার রাতে পৌরসদরের পশ্চিম বালিকান্দি গ্রামের তার নিজ বাড়ি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়ে ছিলো ৭৫ বছর । আর পৃথিবীর বুকে রেখে গিয়েছেন স্ত্রী, এক পুত্র ও এক কন্যা সন্তান সহ অসংখ্য গুণাগ্রাহী ।

আজ সকালে এমকেসিএম পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে তার জানাজায় নামাজ অনুষ্ঠিত হয়। এসময় উপজেলা প্রশাসন ও দুর্গাপুর থানা পুলিশ তাকে রাষ্ট্রীয় মর্যাদা গার্ড অব অনার প্রদান করে ।

জীবনের এই শেষ বিদায়ে তার প্রতি শ্রদ্ধা জানাতে আসেন সহযোদ্ধারা, সহকর্মী, আত্মীয়-স্বজন সহ সর্বস্তরের জনতা ।

এদিকে বীরমুক্তিযোদ্ধার মৃত্যুতে শোক জানিয়েছেন স্থানীয় সংসদ সদস্য মানু মজুমদার এমপি, উপজেলা পরিষদের চেয়ারম্যান ঝুমা তালুকদার, উপজেলা নির্বাহী অফিসার ফারজানা খানম, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান সাদ্দাম আকঞ্জি, উপজেলা আওয়ামীলীগ, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল, দুর্গাপুর প্রেসক্লাব, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড, স্থানীয় বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও সাহিত্য সংগঠন প্রমূখ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads