• রবিবার, ১৯ মে ২০২৪, ৫ জৈষ্ঠ ১৪২৯
কালীগঞ্জ রেড জোনে স্বাস্থ্যবিধি অমান্য, ১১ জনকে অর্থদণ্ড

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

কালীগঞ্জ রেড জোনে স্বাস্থ্যবিধি অমান্য, ১১ জনকে অর্থদণ্ড

  • কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
  • প্রকাশিত ১৪ জুন ২০২০

গাজীপুরের কালীগঞ্জে রেড জোন হিসেবে ঘোষিত এলাকায় স্বাস্থ্যবিধি অমান্য করায় ১ম দিন ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১১ জনকে অর্থদন্ড করা হয়েছে। এতে ১২ হাজার ৪শ টাকা আদায় করেছে উপজেলা প্রশাসন।

শনিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কালিগঞ্জ পৌরসভার রেডজোনের ৪,৫,৬ নম্বর ওয়ার্ডে এ অর্থ দণ্ড দেন গাজীপুর জেলা প্রশাসনের সিনিয়র সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাবেয়া পারভেজ এবং কালীগঞ্জ উপজেলা সহকারি কমিশনার ম্যাজিস্ট্রেট শাহীনা আক্তার।

কালীগঞ্জ উপজেলা প্রশাসন সূত্র জানা গেছে, কালীগঞ্জ পৌরসভার ৪,৫ ও ৬  রেড জোন হিসেবে ঘোষণা করা হয়।  কিন্তু ওই এলাকার বিভিন্ন স্থানে সরকারি নির্দেশনা অমান্য করে ঘরের বাইরে অবস্থান করা, দোকান খোলা রেখে লোক সমাগম করা এবং বিনা কারণে বাইরে ঘোরাফেরা করতে দেখা যায়।  বিষয়টি উপজেলা প্রশাসনের নজরে আসলে ভ্রামমাণ আদালত পরিচালনা করে ১১ জনকে ১২ হাজার ৪০০ টাকা জরিমানা করা হয়।

জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাবেয়া পারভেজ বলেন, রেড জোন হিসেবে ঘোষিত কালীগঞ্জ পৌরসভার ৪ ও ৫ নং ওয়ার্ডে অভিযান পরিচালনা করে স্বাস্থ্য বিধি অমান্য করার দায়ে ৬ জনকে ৭ হাজার ৮শ টাকা অর্থদন্ড করা হয়েছে। অন্যদিকে, কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহীনা আক্তার বলেন, স্বাস্থ্যবিধি অমান্য করার দায়ে কালীগঞ্জ পৌরসভার ৬ নং ওয়ার্ডে অভিযান পরিচালনা করে ৫ জনকে ৪ হাজার ৬শ টাকা অর্ধদন্ড করা হয়।

কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শিবলী সাদিক বলেন, কালীগঞ্জ পৌরসভায় কোভিড ১৯ আক্রান্ত রোগী বাড়ায় পৌরসভার ৪,৫ এবং ৬ নম্বর ওয়ার্ডকে ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে রেড জোন ঘোষণা করা হয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads