• রবিবার, ১৯ মে ২০২৪, ৫ জৈষ্ঠ ১৪২৯
মাইক্রোর প্রপেলার শ্যাফটের ভিতরে ৪৩ লাখ টাকার ইয়াবা, আটক ৩

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

মাইক্রোর প্রপেলার শ্যাফটের ভিতরে ৪৩ লাখ টাকার ইয়াবা, আটক ৩

  • কুমিল্লা প্রতিনিধি
  • প্রকাশিত ১৪ জুন ২০২০

কুমিল্লায় মাইক্রোবাসের প্রপেলার শ্যাফটের ভিতরে লুকিয়ে পাচারকালে প্রায় ৪৩ লাখ টাকার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে র‌্যাব। এ সময় দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। জব্দ করা হয় মাক্রোবাসটিকে।

রোববার বিকেলে কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার মেজর তালুকদার নাজমুছ সাকিব জানান, শনিবার সন্ধ্যায় কুমিল্লার দাউদকান্দি উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অভিযান পরিচালনা করা হয়। এ সময় একটি মাইক্রোবাসের প্রপেলার শ্যাফ্টের ভিতর অভিনব কায়দায় লুকিয়ে ১৪ হাজার ২৬৫ পিস ইয়াবা পাচারকালে দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন- চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলার কেউছিয়া গ্রামের মৃত আলী আহম্মদের ছেলে মো. নেজাম উদ্দিন (৩৬) এবং একই উপজেলার ডেমসা গ্রামের মোজাফফর আহমদের ছেলে মোঃ আরাফাত উল্লাহ (২৮)। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটের বর্তমান মূল্য ৪২ লাখ ৭৯ হাজার ৫০০ টাকা।

তিনি জানান, আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আসামিরা দীর্ঘদিন যাবৎ দেশের বিভিন্ন স্থানে মাদকদ্রব্য পরিবহন, ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করেছে।

অন্যদিকে কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অভিযান পরিচালনা করে। কাভার্ড ভ্যানের কেবিনে লুকিয়ে ফেন্সিডিল পাচারকালে একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামি বাগেরহাট জেলার সদর উপজেলার বড়বাঁশবাড়িয়া গ্রামের আফজাল হোসেনের ছেলে মোঃ ইমরান (২২)। এসময়ে তার নিকট থেকে ২শ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। মাদক পরিবহনের কাজে ব্যবহৃত কাভার্ড ভ্যানটিও জব্দ করা হয়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads