• রবিবার, ১৯ মে ২০২৪, ৫ জৈষ্ঠ ১৪২৯
সখীপু‌রে আ‌রো এক পোশাক শ্রমিকের ক‌রোনা শনাক্ত

প্রতীকী ছবি

সারা দেশ

সখীপু‌রে আ‌রো এক পোশাক শ্রমিকের ক‌রোনা শনাক্ত

  • সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
  • প্রকাশিত ১৫ জুন ২০২০

টাঙ্গাই‌লের সখীপু‌রে নূ‌রে আলম (২২) না‌মের এক পোশাক শ্রমিকের দে‌হে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। সে উপ‌জেলার মুচা‌রিয়া পাথার গ্রা‌মের তোতা মিয়ার ছে‌লে। আজ সোমবার সকালে উপ‌জেলা স্বাস্থ্য ও প‌রিবার প‌রিকল্পনা কর্মকর্তা আবদুস সোবহান এ তথ্য নিশ্চিত করেন।

ডা. আবদুস সোবহান জানান, ক‌রোনা আকান্ত নূ‌রে আলম বর্তমানে হোম আই‌সো‌লেশ‌নে র‌য়ে‌ছে।

এ নিয়ে সখীপু‌রে মোট ১৩ জন কোভিড-১৯ বা করোনাভাইরাসে আক্রান্ত হলেন। এদের মধ্যে সাত জন সুস্থ হয়েছে। অন্যরা হোম আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছে। তা‌দের ম‌ধ্যে ক‌রোনা ভাইরা‌সের তেমন ‌কো‌নো লক্ষণ নেই।

এদিকে টাঙ্গাইল জেলা প্রশাসনের পক্ষ থেকে টাঙ্গাইলের আটটি উপজেলাকে ইয়েলো (হলুদ) ও চারটি উপজেলাকে গ্রিন (সবুজ) জোনে বিভক্ত করা হয়েছে। ইয়েলো জোনের মধ্যে রয়েছে টাঙ্গাইল সদর, মির্জাপুর, সখীপুর, মধুপুর, ধনবাড়ি, গোপালপুর, নাগরপুর ও কালিহাতী। এছাড়া বাকী চারটি উপজেলা ঘাটাইল, ভূঞাপুর, বাসাইল ও দেলদুয়ার গ্রিন জোনে রয়েছে।

ইয়েলো জোনের এলাকাগুলোতে স্বাস্থ্যবিধি বজায় রাখতে অধিক তৎপরতা চালানো হবে। এছাড়াও  গ্রিন জোনের এলাকাগুলোতেও নিয়‌মিত তৎপরতা অব্যাহত থাকবে।

 

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads