• শনিবার, ৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪২৯
নরসিংদীতে সুস্থ হয়ে ফের করোনায় আক্রান্ত হয়ে সিভিল সার্জন অফিসের পরিসংখ্যানবিদের মৃত্যু

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

নতুন আরো ৪৮ জনের করোনা শনাক্ত

নরসিংদীতে সুস্থ হয়ে ফের করোনায় আক্রান্ত হয়ে সিভিল সার্জন অফিসের পরিসংখ্যানবিদের মৃত্যু

  • নরসিংদী প্রতিনিধি
  • প্রকাশিত ১৫ জুন ২০২০

 

নরসিংদী প্রতিনিধি

নরসিংদীতে করোনা থেকে সুস্থ হওয়ার পর ফের করোনায় আক্রান্ত হয়ে সিভিল সার্জন কার্যালয়ের পরিসংখ্যানবিদ আব্দুল মতিন (৫৯) মৃত্যুবরণ করেছেন । সোমবার সকাল ৮টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ নিয়ে নরসিংদীতে করোনায় মৃত্যুর সংখ্যা দাড়িয়েছে ১৮ জনে। আর ২৪ ঘন্টায় নতুন করে আরো করোনায় আক্রান্ত হয়েছে ৪৮ জন। আক্রান্ত বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৭৯ জনে।

সোমবার সকালে নরসিংদীর সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইব্রাহিম টিটন এসব তথ্য নিশ্চিত করেছেন।

আব্দুল মতিন নরসিংদী শহরের তরোয়ায় এলাকার বাসিন্দা।

সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, গত এপ্রিলে সিভিল সার্জন অফিসের কয়েকজন কর্মকর্তা করোনায় আক্রান্ত হওয়ায় করোনা উপসর্গ না থাকলেও প্রথম করোনা পজিটিভ শনাক্ত হয় আব্দুল মতিনের। এরপর পুনরায় পরীক্ষায় তার করোনা নেগেটিভ আসে। পরবর্তীতে তিনি অফিসে দায়িত্ব পালন শুরু করেন। কয়েকদিন ধরে থেকে তার জ্বর, শ্বাসকষ্ট, কাশি, গলা ব্যথাসহ বিভিন্ন উপসর্গ দেখা দিলে তাকে করোনা ডেডিকেটেড নরসিংদী জেলা হাসপাতালে নেয়া হয়। পরে সেখানে করোনা উপসর্গ থাকায় তার নমুনা নেয়া হয়। পরে ১০ জুন বুধবার তার তীব্র শ্বাস কষ্ট দেখা দিলে চিকিৎসকরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে সেখানে তিনি চিকিৎসাধীন ছিলেন। নমুনা পরীক্ষায় গতকাল রোববার তার করোনা পজেটিভ শনাক্ত হয়। সোমবার সকালে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

এদিকে গত সোমবার করোনাভাইরাসে সংক্রমিত সন্দেহে ১১৭ জনের নমুনা সংগ্রহ করে স্বাস্থ্য বিভাগ। পরে মঙ্গলবার রাজধানীর মহাখালীর ইনস্টিটিউট অব পাবলিক হেলথে পরীক্ষার জন্য পাঠানো হয়। সোমবার সকালে সেসব নমুনার মধ্যে নতুন আরও ৪৮ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। নতুন শনাক্তদের মধ্যে ২১ জন সদর উপজেলার, ০২ জন পলাশ উপজেরার, ৫ জন মনোহরদী উপজেলার, ৬ জন শিবপুর উপজেলার, ৩ জন বেলাব উপজেলার ও ১১ জন রায়পুরা উপজেলার। এদের মধ্যে মঙ্গলবার দুপুরে নরসিংদী শহরের হাজীপুর গ্রামের আবদুর রউফ দিপ্তী (৭১) করোনা উপসর্গ নিয়ে মারা যায়। আজকের ফলাফলে তার ও করোনাভাইরাস পজেটিভ এসেছে।

নরসিংদীর সিভিল সার্জন ডা. মো. ইব্রাহীম টিটন বলেন, রবিবার পর্যন্ত জেলার ছয়টি উপজেলা থেকে মোট ৫৭৩০ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়েছে। এরমধ্যে ৪৯৫৫ জনের রেজাল্ট পাওয়া গেছে। তাদের মধ্যে ১০৭৯ জনের করোনাভাইরাস পজেটিভ এসেছে। জেলায় সংক্রমিতদের মধ্যে সদর উপজেলায় ৭৩৬ জন, রায়পুরাতে ৭৬ জন, শিবপুরে ৭৮ জন, বেলাবোতে ৫৭ জন, পলাশে ৯৩ জন ও মনোহরদীতে ৩৯ জন । এদের মধ্যে সুস্থ হয়েছে ৩৫০ জন,আক্রান্ত ৪০ জন হাসপাতালে আইসোলেশনে আছেন, আর ৬৭৩ জন আইসোলেশনে আছেন বাড়িতে।

আর এখন পর্যন্ত জেলায় মারা গেছেন মোট ১৮ জন। এর মধ্যে নরসিংদী সদরে ১১ জন, পলাশে ১ জন, রায়পুরায় ২ জন, মনোহরদী ১ জন, শিবপুওে ১ জন ও বেলাব উপজেলায় ০২ জন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads