• বৃহস্পতিবার, ৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪২৯
সুনামগঞ্জে ‘রেড জোনের আওতায় ১৫ এলাকা

ফাইল ছবি

সারা দেশ

সুনামগঞ্জে ‘রেড জোনের আওতায় ১৫ এলাকা

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ১৬ জুন ২০২০

সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলার পাঁচ উপজেলার ১৫টি এলাকাকে ‘রেড জোন’ হিসেবে চিহ্নিত করে সোমবার থেকে নতুন করে লকডাউন ঘোষণা করা হয়েছে।

রেড জোন হিসেবে চিহ্নিত করে লকডাউন ঘোষণা করা এলাকাগুলো হলো- সুনামগঞ্জ পৌরসভা এলাকা, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার জয়কলস ইউপি (উপজেলা সদর), পূর্ব পাগলা ও পশ্চিম পাগলা ইউনিয়ন,জগন্নাথপুর উপজেলার পৌরসভা এলাকা ও শাহারপাড়া ইউনিয়ন, ছাতক উপজেলার পৌরসভা, গোবিন্দগঞ্জ , জাউয়াবাজার, কালারুকা ও নোয়ারাই ইউনিয়ন, দোয়ারাবাজার উপজেলার উপজেলা সদর, বাংলাবাজার ও মান্নারগাঁও ইউনিয়ন, বিশ্বমম্ভরপুর উপজেলার পলাশবাজার এলাকা।

এসব এলাকাগুলোতে সোমবার গভীর রাত থেকে লকডাউন কার্যকর হয়। সব ধরনের গণপরিবহন চলাচল বন্ধ থাকবে। নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দোকান ও খাদ্যের দোকান সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত খোলা থাকবে। তবে ওষুধের দোকান দিন-রাত খোলা রাখা যাবে।

সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শরিফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads