• বৃহস্পতিবার, ২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪২৯
পূর্বধলায় বিদ্যুৎস্পৃষ্টে বাবা-ছেলের মৃত্যু

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

পূর্বধলায় বিদ্যুৎস্পৃষ্টে বাবা-ছেলের মৃত্যু

  • পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি
  • প্রকাশিত ১৭ জুন ২০২০

নেত্রকোণার পূর্বধলায় রাতের বেলায় পুকুরে কাজ করতে গিয়ে বাবা ছেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে বুধবার ১৭ জুন উপজেলার জালশুকা গ্রামে রাত আনুমানিক ৪টার দিকে। নিহতরা হলেন, জালশুকা গ্রামের মৃত ইসমত আলীর ছেলে সমর আলী (৬১) ও তার ছেলে ময়মনসিংহ আনন্দ মোহন বিশ্ববিদ্যালয় কলেজের স্নাতক শেষ বর্ষের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী পাপ্পু (২৬)।

এলাকাবাসী ও পুলিশ সুত্রে জানা যায়, সমর আলী ও তার ছেলে পাপ্পু ভোর রাতে বাড়ির পিছনের নিজ ফিসারীজে মাছ বিক্রির উদ্দেশ্যে পুকুরে মটর ছাড়তে গিয়ে রাতে বাড়িতে না আসায় সমর আলীর স্ত্রী বার বার চিন্তিত হয়ে পড়েন। বাবা ছেলে বাড়িতে না আসায় স্ত্রী ফিরোজা বেগম মেয়েকে নিয়ে পুকুর পাড়ে গিয়ে দেখে বিদ্যুতের ছেড়া তারে জড়িয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে দুজনই পড়ে রয়েছে। পড়ে তাদের ডাক চিৎকারে এলাকাবাসী এগিয়ে আসলে রাতেই তাদেরকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। তাদের মৃত্যুতে বাড়িতে শোকের মাতম।

পূর্বধলা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ তাওহীদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads