• শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জৈষ্ঠ ১৪২৯
সখীপু‌রে ক্ষুদ্র নৃ-‌গোষ্ঠী সদ‌স্য‌দের ম‌ধ্যে গবা‌দি পশু বিতরণ

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

সখীপু‌রে ক্ষুদ্র নৃ-‌গোষ্ঠী সদ‌স্য‌দের ম‌ধ্যে গবা‌দি পশু বিতরণ

  • সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
  • প্রকাশিত ১৮ জুন ২০২০

‌টাঙ্গাই‌লের সখীপুর উপ‌জেলার ক্ষুদ্র নৃ-‌গোষ্ঠী ৩৯টি প‌রিবা‌রের মধ্যে গবা‌দি পশু (গরু) এবং গোখাদ্য বিতরণ করা হ‌য়ে‌ছে। আজ বৃহস্প‌তিবার দুপু‌রে উপ‌জেলা মিলনায়ত‌নের সাম‌নে অনুষ্ঠা‌নের মাধ্য‌মে এসব গবা‌দি পশু ও খাদ্য বিতরণ করা হয়। এছাড়া ওই গবা‌দি পশুর জ‌ন্যে ঘর নির্মাণ সামগ্রীও প্রদান করা হ‌বে।

জানা যায়, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণাল‌য়ের আওতাধীন প্রাণিসম্পদ অধিদপ্ত‌রের সমতল ভূ‌মি‌তে ক্ষুদ্র নৃ-‌গোষ্ঠীর উন্নয়ন প্রক‌ল্পের অধী‌নে উপ‌জেলার নৃ-‌গোষ্ঠীর সদস্যরা এ সু‌বিধা পা‌চ্ছেন।

বিতরণ অনুষ্ঠা‌নে উপ‌জেলা নির্বাহী অ‌ফিসার (ইউএনও) আসমাউল হুসনা লিজার সভাপ‌তি‌ত্বে উপ‌জেলা প‌রিষ‌দের চেয়ারম্যান জুল‌ফিকার হায়দার কামাল লেবু, অ‌তি‌রিক্ত জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. মোত্তা‌লিব মিয়া, উপ‌জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আবদুল জ‌লিল প্রমুখ বক্তব্য দেন।

এ সময় উপ-প্রকল্প প‌রিচালক ডা. আ‌নোয়ার সাদাৎ, সখীপুর প্রেসক্লা‌বের সভাপ‌তি শা‌কিল আ‌নোয়ার, ইউনিয়ন প‌রিষ‌দের চেয়ারম্যান কামরুল হাসান, গোলাম ফের‌দৌস, আনছার আলী আ‌সিফ,
গোলাম কিব‌রিয়া সে‌লিম, ট্রাইভাল ও‌য়েলফেয়ার এ‌সো‌সি‌য়েশ‌নের সভাপ‌তি রবীন্দ্র বর্মণ প্রমুখ উপ‌স্থিত ছি‌লেন।

উপ‌জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আবদুল জ‌লিল ব‌লেন, সখীপুর উপ‌জেলার প্রায় ৮'শ ক্ষুদ্র নৃ-‌গোষ্ঠী সদ‌স্যের মধ্য থে‌কে লটা‌রির মাধ্য‌মে ৩৯ জন‌কে বাছাই করা হ‌য়ে‌ছে।

 

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads