• শুক্রবার, ৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪২৯
চৌদ্দগ্রামের জগমোহনপুর যুব সমাজের উদ্যোগে ২০০ পরিবারের মাঝে ওষুধ বিতরণ

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

চৌদ্দগ্রামের জগমোহনপুর যুব সমাজের উদ্যোগে ২০০ পরিবারের মাঝে ওষুধ বিতরণ

  • চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি
  • প্রকাশিত ১৯ জুন ২০২০

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার উজিরপুর ইউনিয়নের জগমোহনপুর যুব সমাজের উদ্যোগে দুই শতাধিক পরিবারের মাঝে বিনামূল্যে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সহায়ক আর্সেনিক এলবাম-৩০ নামের হোমিওপ্যাথিক ওষুধ বিতরণ করা হয়েছে।

এ উপলক্ষে শুক্রবার সকালে মিয়াবাজারে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা আ’লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও মিয়াবাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো. আবদুল বারিক।

জগমোহনপুর যুব সমাজের আহবায়ক ও মিয়াবাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক নুর মোহাম্মদের সভাপতিত্বে এবং যুব সমাজের যুগ্ম আহবায়ক মাহাবুবুল হকের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মিয়াবাজার ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি সিরাজুল ইসলাম সর্দার, ব্যবসায়ী হাজী জয়নাল আবেদীন হাজারী, উজিরপুর ইউপি মেম্বার মোঃ ফরিদ মিয়া, ব্যবসায়ী মমতাজ মিয়া, জগমোহনপুর যুব সমাজের যুগ্ম আহবায়ক এমজি শাহ আলম পিন্টু, খোকন মিয়া সর্দার ও সদস্য সচিব সোহেল হাজারী। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জগমোহনপুর যুব সমাজের সদস্য আবদুল ওয়াদুদ, আবদুল মতিন, দেলোয়ার হোসেন, ইকবাল হাজারী, জাহাঙ্গীর আলম ফারুক, নাজিম উদ্দিন, গাজী ইসমাইল, শরীফুল আলম রাসেল, ডাঃ সাইফুল, শরীফুল আলম অন্তর, মোঃ রায়হান, রবিউল আলম, ফিরোজ মিয়া, ইলিয়াস হোসেন, আমান উল্লাহ, নাজমুল হাসান, ইকবাল হোসেন, মোঃ আশিক, মোঃ ওয়াসিম, জালাল উদ্দিন, মোঃ মামুন ও সেন্টু মিয়াসহ বিভিন্ন পর্যায়ের সামাজিক ব্যক্তিবর্গ। এদিকে করোনা মহামারীর সময়ে নারী ও পুরুষসহ সকলের জন্য উপহার হিসেবে ওষুধ দেয়ায় মিয়াবাজারের হ্যানিম্যান হোমিও ক্লিনিকের ডাঃ আনোয়ার হোসেনকে ধন্যবাদ জানিয়েছে জগমোহনপুর যুব সমাজের নেতারা।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads