• রবিবার, ১৯ মে ২০২৪, ৫ জৈষ্ঠ ১৪২৯
কালিহাতীতে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের মানববন্ধন

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

কালিহাতীতে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের মানববন্ধন

  • কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি 
  • প্রকাশিত ২২ জুন ২০২০

টাঙ্গাইলের কালিহাতী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ সাইদুর রহমানের বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রকাশের প্রতিবাদে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার ও স্বাস্থ্যকর্মীরা প্রতিবাদসভা ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে।

সোমবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্ত্বরে এ প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়।

প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. দিপালোক মুখার্জী, মেডিকেল অফিসার ডা. শুভদীপ চন্দ, সিএইচসিপি উপজেলা এসোশিয়েসনের সাবেক সভাপতি রেজা হাসিব খান , হেলথ এ্যাসিসেস্ট এসোশিয়েসনের সাধারণ সম্পাদক মাসুম আল মাহমুদ প্রমুখ।

বক্তারা অভিযোগ করে বলেন, দেশের এই সংকটময় সময়ে যখন ডাক্তার ও স্বাস্থ্যকর্মরী জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছের ঠিক সেই সময়ে একটি মহল ডাক্তার ও স্বাস্থ্যকর্মীদের চিকিৎসা ক্ষেত্রে নিরুৎসাহী করার জন্য সাংবাদিকদের মিথ্যা তথ্য দিয়ে সমাজে বিভ্রান্তি সৃষ্টি করার জন্য মিথ্যা সংবাদ পরিবেশন করিয়েছেন। যারা মিথ্যা ও ভিত্তিহীন তথ্য দিয়ে সাংবাদিকদের দিয়ে সংবাদ প্রকাশ করিয়েছেন তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। সেইসাথে তারা সাংবাদিকদের অনুরোধ করেন সঠিক তথ্য নিয়ে যেন সংবাদ পরিবেশন করা হয়।
প্রতিবাদ কর্মসূচিতে কর্মরত সকল ডাক্তার,নার্স, এইচআই, এ এইচ আই, এইচ এ, এবং সিএইচসিপি-সহ সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারিরা অংশ নেন।

উল্লেখ্য, সম্প্রতি কয়েকটি জাতীয় দৈনিক ও অনলাইন নিউজ পোর্টালে কালিহাতী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তারর নাম জড়িয়ে ২৮ লাখ টাকার দুর্নীতির অভিযোগ এনে সংবাদ প্রকাশ হয়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads