• রবিবার, ৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪২৯

সারা দেশ

কাশিয়ানীতে বেকারি কর্মচারী হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

  • গোপালগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিত ২৩ জুন ২০২০

গোপালগঞ্জের কাশিয়ানীতে বেকারী কর্মচারী বাকিয়ার শেখ হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। মঙ্গলবার বেলায় ১১ টায় উপজেলার বালুগ্রামে সড়কে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়।

এতে কাশিয়ানী উপজেলার বলুগ্রাম ও পার্শ্ববতী বোয়ালমারী উপজেলার রুপাপাত গ্রামের কয়েক শ’ নারী-পুরুষ অংশ নেন।

এ সময় বক্তব্য রাখেন নুরুল ইসলাম, সাইদুজ্জামান, বিঠু মোল্যা, আতিয়ার শেখ, নিহতের স্ত্রী নার্গিস বেগম, মেয়ে লামিয়া খানম, সানজিদা খানম প্রমুখ।

বক্তারা বাকিয়ার হত্যার সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়ার দাবি জানান। হত্যাকারীরা যাতে কোনভাবে আইনের ফাঁক-ফোকর দিয়ে বেরিয়ে না যায় সে জন্য প্রধানমন্ত্রী হস্তক্ষেপ কামনা করেন তারা।

উল্লেখ্য, গত ১৯ মে দুপুরে বোয়ালমারী উপজেলার রুপাপাত বাজার থেকে নিজ বাড়ি ফেরার পথে একদল সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়িভাবে কুপিয়ে হত্যা করে।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads