• সোমবার, ৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪২৯
বাগেরহাটে চিংড়ি গবেষণা কেন্দ্রে আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

বাগেরহাটে চিংড়ি গবেষণা কেন্দ্রে আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত

  • বাগেরহাট প্রতিনিধি
  • প্রকাশিত ২৫ জুন ২০২০

বাগেরহাটে চিংড়ি গবেষণা কেদ্রের বার্ষিক গবেষণা অগ্রগতি ও গবেষণা পরিকল্পনা প্রণয়ন শীষক আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে বাগেরহাট চিংড়ি গবেষণা কেন্দ্রের সেমিনার কক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কর্মশালায় উদ্বোধন করেন খুলনা মৎস্য পরিদর্শন ও মান নিয়ন্ত্রনের উপপরিচালক মো. মজিনুর রহমান।

বাগেরহাট চিংড়ি গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. এ,এফ,এম শফিকুজ্জামানের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন মৎস্য মান নিয়ন্ত্রন ল্যাবরেটরির সাবেক উপপরিচালক ড. শেখ শফিকুর রহমান, পাইকগাছা লোনাপানি কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা নিলুফা বেগম।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা মৎস্য কর্মকর্তা ড.খালেদ কনক, গোপালগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ বৈরাগি, উর্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা এইচ, এম রাকিবুল ইসলাম, মোল্লা এন এস মামুন সিদ্দিকী, মোসা: সাবরিনা খাতুন, ড. এ,এস,এম তানবিরুল হক, এসও মো: শরিফুল ইসলাম প্রমুখ।

চিংড়ি গবেষণা কেন্দ্রের আগামী এক বছরের গবেষণা পরিকল্পনা প্রণয়ন করা হয়। কর্মশালায় সামাজিক দূরত্ব মেনে বিভিন্ন পর্যায়ের মৎস্য কর্মকর্তা, চিংড়ি চাষী ও প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads