• রবিবার, ১৯ মে ২০২৪, ৫ জৈষ্ঠ ১৪২৯
সেনবাগ-প্রতাবপুর সড়কে জরাজীর্ণ সেতু দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করছে যানবাহন

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

সেনবাগ-প্রতাবপুর সড়কে জরাজীর্ণ সেতু দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করছে যানবাহন

  • সেনবাগ (নোয়াখালী) প্রতিনিধি
  • প্রকাশিত ২৭ জুন ২০২০

নোয়াখালীর সেনবাগ উপজেলার পার্শ্ববর্তী ফেনীর দাগনভূঁইয়ার সঙ্গে সংযোগ স্থাপনকারী সড়ক ও জনপথ বিভাগের আওয়াতাধীন সেনবাগ-প্রতাবপুর সড়কের সেনবাগ পৌরসভার পূর্ব বাজারে জরাজীন্ন সেতু দিয়ে একযুগ ধরে ঝুকি চলাচল করছে যাবাহন। কিন্তু বিষয়টি দেখার কেউ নেই। এরেই মধ্যে সওজের ওই সেতুটির ৭/৮টি জায়গা ভেঙ্গে খালের পানি মিশে গেছে তাও এক যুগ আগে। সড়ক বিভাগ ওই ভাঙ্গা স্থানে লোহার সিট ও স্টিলের পাটাতন বসিয়ে সাময়িক যানবাহন চলাচলের ব্যবস্থা করে দেয়। কিন্তু এরেই মধ্যে নতুন করে আবারো গত একসপ্তাহ আগে আরো কিছু অংশ ভেঙ্গে সেতুটিতে গর্তের সৃষ্টি হয়েছে। কিন্তু সড়ক বিভাগের লোকজন এর কোন খোঁজ খবর না নেওয়ায় স্থানীয়রা ওই ভাঙ্গা অংশে গাছের ডাল-পালা দিয়ে সর্তকসচূক প্রতিবন্ধকতা সৃষ্টি করে দেয়। এর মধ্যে গত ওই সড়কটি ১২ ফুট থেকে প্রসস্ত হয়ে ১৮ ফুটে উন্নীত হলেও সেতুটি সংস্কারে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি আজ পর্যন্ত। 

পিকআপ চালক জহিরুল আসলাম জানান, সেতুটি দীর্ঘদিন ধরে জরাজীর্ণ অবস্থায় রয়েছে। সেতু দিয়ে মালামাল নিয়ে যাতাযাত করতে ভয় লাগে না কখন ভেঙ্গে পড়ে ।

সিএনজি চালক নজরুল ইসলাম জানান, সেতুটিতে অন্তত ৮ স্থানে জোড়াতালি দেওয়া। ইতোমধ্যে নতুন করে ভেঙ্গে গেছে সেতুর আরো একটি অংশ। এখনই এটি সংস্কার না করলে বড় ধরণের দুর্ঘটনা ঘটতে পারে।

সেনবাগ প্রেসক্লাবের সভাপতি ও ৮নং ওয়ার্ড কাউন্সিলর খোরশেদ আলম জানান,দীর্ঘ এক যুগ ধরে এই সেতুটি জরাজীর্ণ অবস্থায় রয়েছে। সেতুটি নিয়ে তিনিও পত্রিকায় রিপোর্ট করেছেন। কিন্তু সড়ক বিভাগ বিষয়টি গুরুত্ব দিচ্ছে না।এখই ব্রিজটি নির্মাণের উদ্যাগ না নিলে সেতুটি যে কোন সময় ধ্বসে পড়ে বড় ধরণের দুর্ঘটনা ও প্রাণহানির ঘটনা ঘটতে পারে।

এ ব্যাপারে যোগাযোগ করলে নোয়াখালী সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ নিজাম উদ্দিন জানান, তিনি সদ্য নোয়াখালীতে যোগদান করেছে। তিনি খোঁজ নিয়ে এর সমস্য সমাধানের ব্যবস্থা নেবেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads