• বৃহস্পতিবার, ২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪২৯
নতুন জাতের মুরগি উদ্ভাবন করলো প্রাণিসম্পদ ইনস্টিটিউট

ফাইল ছবি

সারা দেশ

নতুন জাতের মুরগি উদ্ভাবন করলো প্রাণিসম্পদ ইনস্টিটিউট

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ২৮ জুন ২০২০

ঐতিহ্যবাহী দেশি মুরগির মাংসের স্বাদ ফিরিয়ে আনতে ও নিরাপদ মাংসের নিশ্চয়তা দিতে নতুন উন্নতজাতের মুরগি উদ্ভাবন করেছে বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট (বিএলআরআই)।

বিএলআরআই শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, দেশি মুরগির মত দেখতে নতুন জাতের মুরগী বাংলাদেশের আবহাওয়ার উপযোগী। রোগবালাই কম হয় বলে এ জাতের মুরগি পালনে ওষুধের ব্যবহার অনেক কম। ফলে মাংস অনেক বেশি সুস্বাদু ও নিরাপদ।

স্বল্পতম সময়ের মধ্যেই এ মুরগি বাজারজাত করা হবে বলে আফতাব হ্যাচারি লিমিটেড ও বিএলআরআইয়ের মধ্যে একটি সমঝোতা চুক্তি সই হয়েছে। 

বিএলআরআই মহাপরিচালক ড. নাথুরাম সরকার বলেন, সাধারন মানুষের মাঝে দেশি মুরগির মাংসের ব্যাপক চাহিদা রয়েছে। দেশি মুরগির মাংসের চাহিদা মেটাতে বিগত কয়েক বছরে সোনালী জাতের মুরগির প্রতি ভোক্তাদের আগ্রহ বেড়েছে। এ জাতের মুরগির মূল জাত সংরক্ষণ না করার কারণে রোগবালাই আগের তুলনায় অনেক বেড়ে গেছে। এতে একদিকে যেমন সোনালী মুরগিতে ওষুধের ব্যবহার বেড়েছে অন্যদিকে নিরাপদ মুরগির মাংসের প্রাপ্যতা অনিশ্চিত হয়ে পড়েছে।

‘এমন পরিস্থিতিতে নিরাপদ দেশি মুরগির মাংসের স্বাদের চাহিদা মেটাতে নতুন জাতের এ মুরগি উদ্ভাবন করল প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট,’ বলেন তিনি।

নতুন জাতের এ মুরগি সম্পর্কে আফতাব বহুমুখী ফার্মসের ব্যবস্থাপনা পরিচালক ফজলে রহিম খান শাহরিয়ার বলেন, ভোক্তার চাহিদা বিবেচনায় দীর্ঘদিন থেকেই এ ধরনের একটি নির্ভরযোগ্য জাতের মুরগির প্রত্যাশা করছিল। আমাদের মূল লক্ষ্য ছিল দেশি মুরগির স্বাদ ফিরিয়ে আনা, এমন এক জাতের মুরগি উদ্ভাবন করা যা বাংলাদেশের আবহাওয়া উপযোগী এবং রোগবালাই সহিষ্ণু।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads