• শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জৈষ্ঠ ১৪২৯
চট্টগ্রামের গোলম রসুল মার্কেট থেকে নকল মাস্ক, পিপিই ও হ্যান্ডস্যানিটাজার জব্দ

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

চট্টগ্রামের গোলম রসুল মার্কেট থেকে নকল মাস্ক, পিপিই ও হ্যান্ডস্যানিটাজার জব্দ

  • চট্টগ্রাম ব্যুরো
  • প্রকাশিত ২০ জুলাই ২০২০

নকল ও অনুমোদনহীন মাস্ক,নকল পিপিই ও হ্যান্ডসানিটাজার এর বিরুদ্ধে চট্টগ্রাম জেলা প্রশাসনের অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় আজ নগরীর গোলাম রসুল মার্কেটে র‍্যাব -৭, সিএমপি ও ওষুধ প্রশাসনের সহযোগিতায় সাড়াশি অভিযান পরিচালিত হয়। অভিযানে সর্বমোট ৯টি মামলায় ৬০,০০০ টাকা জরিমানা করা হয়। এ সময় বিপুল পরিমাণ নকল মাস্ক, পিপিই জব্দ করা হয়।

আজ সোমবার সকাল ১১টা থেকে শুরু হওয়া এ ভ্রামমাণ আদালতের নেতৃত্ব দেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আলী হাসান। র‍্যাব-৭ এর সহকারী পরিচালক এএসপি কাজী তারেক আজিজ অভিযানে অংশ নেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আলী হাসান জানান, একটি সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে গোলাম রসুল মার্কেটের নিচতলায় ১০টি স্টোরে অভিযান চালানো হয়। ৯টি স্টোরেই অনুমোদনহীন হ্যান্ডস্যানিটাইজার, নকল মাস্ক ও নকল পিপিই পাওয়া যায়। নকল ও অনুমোদনহীন মাস্ক, পিপিই ও নকল হ্যান্ডসানিটাজার এর বিষয়টি ওষুধ প্রশাসনের সহকারী পরিচালক হোসেন মোহাম্মদ ইমরান পরীক্ষা করে সত্যতা পান। ১টি স্টোরে কোনো অনিয়ম পায়নি মোবাইল কোর্ট। এ অপরাধে ফোরকান স্টোরকে ৫০০০ টাকা, নুরানী স্টোরকে ৫০০০ টাকা, আকবর স্টোরকে ৫০০০ টাকা,কারতুয়া স্টোরকে ৫০০০ টাকা,আলিফ স্টোরকে ১০০০০ টাকা, এন স্টোরকে ৫০০০ টাকা, আল্লাহর দান স্টোরকে ১০০০০ টাকা, আরমান স্টোরকে ১০০০০ টাকা এবং জসিম স্টোরকে ৫০০০ টাকা অর্থদণ্ড করা হয়।

তিনি আরও জানান, উল্লিখিত স্টোরসমূহ হতে বিপুল পরিমাণে নকল মাস্ক,পিপিই জব্দ করা হয়। এছাড়াও মার্কেট কমিটির সদস্যদেরকে সরকারি নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে ব্যবসা করার জন্য নির্দেশনা দেওয়া হয়।' আজকের অভিযানে সর্বমোট ৯ মামলায় ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।

জনস্বার্থে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আলী হাসান।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads