• শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জৈষ্ঠ ১৪২৯
বাধ্যতামূলক মাস্ক ব্যবহার নিশ্চিত করতে পূর্বধলায় মাইকিং

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

বাধ্যতামূলক মাস্ক ব্যবহার নিশ্চিত করতে পূর্বধলায় মাইকিং

  • পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি
  • প্রকাশিত ২৩ জুলাই ২০২০

নেত্রকোণার পূর্বধলায় করোনা সচেতনতায় বাধ্যতামূলক মাস্ক ব্যবহার নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৩ জুলাই) দিনব্যাপী পূর্বধলা বাজার, স্টেশন রোড, থানা রোডসহ অন্যান্য জনসমাগম স্থানগুলোতে মাইকিং করতে দেখা গেছে।

নির্দেশনায় বলা হয়েছে, সরকারি-বেসরকারি অফিস, হাসপাতালসহ সকল স্বাস্থ্যসেবা গ্রহীতা, শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মন্দির ও গীর্জাসহ সকল ধর্মীয় উপসনালয়, শপিংমল, হাট বাজারের ক্রেতা-বিক্রেতা, গণপরিবহনের চালক ও যাত্রী, কর্মরত বিভিন্ন শ্রমিক, হকার, রিক্সা ও ভ্যানচালকসহ সকল পথচারী, হোটেল ও রেস্টুরেন্টে কর্মরত ব্যক্তি, কোনো সামাজিক অনুষ্ঠানে আগত ব্যক্তিদের বাধ্যতামূলক মাস্ক ব্যবহার করতে হবে। এ আদেশ অমান্যকারিদের বিরুদ্ধে উপজেলা প্রশাসন আইনানুগ ব্যবস্থা গ্রহন করবে।

উল্লেখ্য, গত ২১ জুলাই স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ থেকে মাস্ক ব্যবহার সংক্রান্ত নির্দেশনা দিয়ে একটি পরিপত্র জারি করা হয়েছে। পরিপত্রে প্রতিটি কর্মস্থলে কর্মরত ব্যক্তি এবং জনসমাবেশ চলাকালীন আবশ্যিকভাবে মাস্ক পরিধানের নির্দেশনা এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তা নিশ্চিত করতেও বলা হয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads