• রবিবার, ১৯ মে ২০২৪, ৫ জৈষ্ঠ ১৪২৯
দাগনভূঞায় মাস্ক না পরে বাজারে আসায় ৭ জনকে জরিমানা

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

দাগনভূঞায় মাস্ক না পরে বাজারে আসায় ৭ জনকে জরিমানা

  • দাগনভূঞা (ফেনী) প্রতিনিধি
  • প্রকাশিত ২৪ জুলাই ২০২০

দাগনভূঞায় মাস্ক না পরে বাজারে আসায় ৭ জনকে ৪ হাজা ২০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার বেলা ১২টার দিকে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাসুমা জান্নাত ওই জরিমানা করেন।

জানা যায়, বৃহস্পতিবার সকালে এসিল্যান্ড মাসুমা জান্নাত জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে অভিযান পরিচালনা করেন। একইসঙ্গে মাস্ক ব্যবহারে সচেতনতা বৃদ্ধির জন্য প্রচারণা চালান তিনি। 

এ সময় দাগনভূঞা পৌর শহরের বিভিন্ন মার্কেটে অভিযান চলাকালে ব্যবসায়ী ও ক্রেতা মাস্ক পরে না আসায় সাতবাড়ীর মোঃ সুমনকে (৩৪) ৫০০ টাকা, পূর্বচন্দ্রপুর ইউনিয়নের জাহিদুল ইসলামকে (২৯) ২০০ টাকা,  আরিফ খানকে (২৮) ১ হাজার টাকা, ফেনী সদর উপজেলার সিরাজুল ইসলামকে (৫০) ১ হাজার টাকা, চৌধুরী হাটের সোহেলকে (৩৩) ৫০০ টাকা, হাসপাতাল রোডের নূর ইসলামকে (১৯) ৫০০ টাকা, সেনবাগের বোরহান উদ্দীনকে (২৩) ৫০০ টাকা জরিমানা করেন।

ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাসুমা জান্নাত বলেন, সরকার ও স্বাস্থ্য বিভাগের নির্দেশনা অনুযায়ী মাস্ক ব্যবহারে বাধ্য করতে ভ্রাম্যমাণ আদালতের এই কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads