• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪২৯
সড়ক নয় যেন পুকুর!

সংগৃহীত ছবি

সারা দেশ

সড়ক নয় যেন পুকুর!

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ২৬ জুলাই ২০২০

ঢাকা-সিলেট ও কুমিল্লা-সিলেট মহাসড়কের মিলনস্থল ব্রাহ্মণবাড়িয়ার বিশ্বরোড মোড়। এরই পাশের গ্রাম মালিহাতা। গ্রামটি সদর থানার আওতাধীন ২নং বুধল ইউনিয়নে পড়েছে।   এ গ্রামের একাধিক রাস্তা ভঙ্গুর অবস্থায় আছে। কতটুকু সঙ্গিন এসব রাস্তা তা সরেজমিন না গেলে বুঝা যাবে না। কিছুক্ষেত্রে রাস্তার অস্থিত্ব অনুধাবন করা দায়। দূরে বা অনেকক্ষেত্রে কাছ থেকেও এসব রাস্তাকে পুকুর বলে ভ্রম হবে। 

বিশেষ করে মালিহাতা বাসস্ট্যান্ড থেকে বুধল ইউনিয়ন পরিষদে যাওয়ার একমাত্র রাস্তাটি একবার কেউ মাড়ালে ফের ওইপথে তিনি আর যাবেন না। 

অথচ স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও মেম্বার এসব স্বীকার করতে চান না। তাদের একটিই কথা বরাদ্দ মিলে না। বিপরীতে ভোক্তভোগী গ্রামবাসী জানান তাদের ক্ষোভের কথা। 

যাটোর্ধ ফায়েজুর রহমান বলেন, ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে জাতীয় নির্বাচন আসে যায়; আমাদের ভাগ্যের উন্নয়ন হয় না। তিনি অভিযোগ করে বলেন, গত নির্বাচন থেকে আজ পর্যন্ত সময়ে সংশ্লিষ্ট মেম্বার এক পয়সার কাজ করেননি। তাদের নানারকম ধান্ধার চিন্তা। এলাকাবাসীর কথা ভোটের পর তারা ভুলে যান। 

আরেক স্থানীয় কামরুল হাসান বলেন, এ গ্রামে অনেক মনীষি জন্মেছেন। অনেক ক্ষমতাধরও আছেন এ গ্রামে। কিন্তু গ্রামটির ভাগ্যের উন্নয়ন হচ্ছে না। এ গ্রামের প্রকৌশলী সিরাজুল ইসলাম জাতীয়ভাবে মেধা দেখানো একজন। তিনি সড়ক বিভাগের অসংখ্য স্থাপনায় মেধা দেখিয়েছেন। কিন্তু নিতান্ত মেম্বার গ্রামটির দিকে নজর দিচ্ছেন না। 

এসব বিষয়ে জানতে চাইলে ইউনিয়ন পরিষদ মেম্বার ফারুক মিয়া বলেন, ‘এখনাকার লোকজন আমাকে ভোট দেয়নি। আমি তাদের জন্য কাজ করতে পারব না।’ ইউনিয়ন পরিষদের মেম্বার হিসেবে তা কি আপনার দায়িত্বের মধ্যে পড়ে না- এমন প্রশ্নের সদুত্তর দিতে পারেননি তিনি। 

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক স্থানীয় প্রবীণ জানান, এলাকায় কাজ গোষ্ঠীভেদে হয়। এখনকার মেম্বার এ রাস্তার পাশের মানুষের ভোট পাননি বলে মনে করলেও মূল সত্য তিনি অন্য গোষ্ঠীর নন বলে হীনমন্যতায় ভোগেন। 

এসব বিষয়ে জানতে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবদুল হকের মোবাইল ফোনে একাধিকবার ফোন দিলে তা বন্ধ পাওয়া যায়।   

উল্লেখ্য, গ্রামটি জাতীয় সংসদের ব্রাহ্মণবাড়িয়া-৩ নির্বাচনী এলাকার অংশ। গ্রামটি ছাড়াও বুধল ইউনিয়নের অন্তর্ভুক্ত- বুধল, ছাতিয়াইন, সিরাজনগর, নন্দনপুর, সুতিয়ারা, চান্দিয়ারা, খাঁটিহাতা ও বেতবাড়িয়া গ্রাম। সদর উপজেলার উত্তরাংশে বুধল ইউনিয়নের অবস্থান। এ ইউনিয়নের পূর্বে মজলিশপুর ইউনিয়ন, দক্ষিণে সুহিলপুর ইউনিয়ন, পশ্চিমে তালশহর পূর্ব ইউনিয়ন ও সরাইল উপজেলার পানিশ্বর ইউনিয়ন এবং উত্তরে সরাইল উপজেলার সরাইল সদর ইউনিয়ন অবস্থিত।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads