• শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জৈষ্ঠ ১৪২৯
টাঙ্গাইলে সেতুর অ্যাপ্রোচ ধসে নদী গর্ভে, যোগোযোগ বিচ্ছিন্ন

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

টাঙ্গাইলে সেতুর অ্যাপ্রোচ ধসে নদী গর্ভে, যোগোযোগ বিচ্ছিন্ন

  • ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
  • প্রকাশিত ২৭ জুলাই ২০২০

টাঙ্গাইলের সদর উপজেলায় মগড়া ইউনিয়নের বড় বাসুলিয়ায় লৌহজং নদীর উপর নির্মিত সেতুর (অ্যাপ্রোচ) সংযোগ  সড়ক ধসে পড়েছে। এতে সেতুর উপর দিয়ে চলাচল বন্ধ পড়ায় অসুবিধায় পড়েছে বিভিন্ন শ্রেণির মানুষ। 

রোববার দুপুরে সেতুর অ্যাপ্রোচ ধসে পড়ে। 

জানা যায়, ২০১৮ সালে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে সদর উপজেলার মগড়া ইউনিয়নের বড় বাসালিয়ার লৌহজং নদীর উপর নির্মিত হয় সেতুটি। এটি উপজেলা সদরের মগড়া আর গালা ইউনিয়নের মধ্যে সংযোগ স্থাপন করেছে সেতু‌টি।

স্থানীয়দের অভিযোগ, কর্মকর্তাদের ম্যানেজ করে ঠিকাদারি প্রতিষ্ঠান নামমাত্র সেতু‌টির অ্যাপ্রোচের কাজ করেছে। মাত্র দুই তিন বছর আগে নির্মিত সেতুর এ্যাপ্রোচ ধসে যাওয়ার ফলে কাজের মান নিয়ে প্রশ্ন তুলেছেন এলাকাবাসি। 

তবে টাঙ্গাইল সদর উপজেলা এল‌জিইডি'র প্রকৌশলী হেদায়েত উল্লাহ বলেন, ‘প্রবল পানি স্রোত আর লিকেজের কারণে সেতু‌টির এ্যাপ্রোচ ধসে পড়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads