• মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪২৯
করোনা উপসর্গে কুমেক হাসপাতালে ৩ জনের মৃত্যু

ফাইল ছবি

সারা দেশ

করোনা উপসর্গে কুমেক হাসপাতালে ৩ জনের মৃত্যু

  • কুমিল্লা প্রতিনিধি
  • প্রকাশিত ২৮ জুলাই ২০২০

গত ২৪ ঘণ্টায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেছেন ২ জন পুরুষ ও ১ জন নারী।

মৃত ব্যক্তিরা হলেন, বরুড়া উপজেলার আইয়ুব আলীর ছেলে মনিরুল ইসলাম (৭২), বুড়িচং উপজেলার রায়পুর গ্রামের মৃত আব্দুল লতিফের ছেলে লুতু মেম্বার (৬৫) ও দাউদকান্দি উপজেলার মঞ্জু মিয়ার স্ত্রী বিল্কিস বেগম (৩৪)। 

বর্তমানে করোনা ও করোনা উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি আছে ৯৮ জন। এদের মধ্যে ৪৩ জন করোনা পজেটিভ এবং ৫৫ জন করোনা উপসর্গ। ৪৪ জন করোনা পজেটিভ রোগীর মাঝে ৩২ জন পুরুষ ও ১১ জন নারী। নিবিড় পরিচর্যায় ( আইসিউ ) করোনা পজেটিভ নিয়ে ভর্তি আছেন ৩ জন পুরুষ ও ২ জন নারী। করোনা উপসর্গ নিয়ে আইসিউতে ভর্তি আছে ৭ জন পুরুষ ও ৪ জন নারী।

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারি পরিচালক ডা. সাজেদা খাতুন কাছ থেকে এসব তথ্য জানা গেছে।

জেলা সিভিল সার্জন কার্যালয়ে তথ্যানুসারে, গতকাল নমুনা প্রেরণ করা ২১২ হলেও রিপোর্ট পাওয়া গেছে ১৭০টি। এদের মাঝে করোনা পজেটিভ শনাক্ত হয়েছে ৭২ জনের। আক্রান্তদের মাঝে সিটি কর্পোরেশনে ২১, চৌদ্দগ্রামে ২ জন, আদর্শ সদরে ১ জন, বরুড়ায় ২ জন, মনোহরগঞ্জে ৫জন, বুড়িচংয়ে ১০ জন, নাঙ্গলকোটে ১৯ জন ও চান্দিনায় ১২জন। জেলায় এই পর্যন্ত করোনা পজেটিভ ও উপসর্গ নিয়ে মারা গেছে ১৩৮ জন। জেলায় সর্বমোট করোনা পজেটিভ ৫ হাজার ২৮০ জন। এই পর্যন্ত জেলায় সুস্থ হয়েছে ৩ হাজার ২২৪ জন। সর্ব মোট নমুনা প্রেরণ করা হয়েছে ২৪ হাজার ৫৪০ টি। সর্ব মোট রিপোর্ট প্রাপ্তি ২৪ হাজার ৪৫২টি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads