• মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪২৯
কলমাকান্দায় প্রবাসীর স্ত্রী করোনায় আক্রান্ত

ফাইল ছবি

সারা দেশ

কলমাকান্দায় প্রবাসীর স্ত্রী করোনায় আক্রান্ত

  • কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি
  • প্রকাশিত ২৮ জুলাই ২০২০

নেত্রকোণার কলমাকান্দায় প্রবাসী স্ত্রী আইরিন আক্তার পাখি (২৮) নামে একজন গৃহিণী  করোনায় আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে।

তিনি কলমাকান্দা  উপজেলার খারনৈ ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামে পিত্রালয়ে থাকেন। ওই গ্রামের বীর মুক্তিযোদ্ধা হাজী এনায়েত হোসেনের কন্যা।

এবিষয়ে প্রবাসী স্ত্রী আইরিন আক্তার পাখি এর নিকট  মুঠোফোনে জানতে চাইলে তিনি প্রতিবেদককে বলেন,   প্রায় পাঁচ মাস ধরে তিনি জ্বর,কাশি ও গলা ব্যাথায় ভুগছেন। পরে করোনা সন্দেহ হলে গত  বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বেচ্ছায় নমুনা দিয়ে আসেন। পরে সোমবার রাতে তার কোভিড-১৯ পজিটিভ এসেছে। তিনি আরো জানান, তার একমাত্র সন্তান ছেলের আজ দু,দিন ধরে ভীষণ জ্বর।

এ বিষয়ে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মুহাম্মদ আল মামুন সত্যতা নিশ্চিত করে প্রতিবেদককে বলেন , আমরা গত বৃহস্পতিবার ৪ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য  ময়মনসিংহ মেডিকেল কলেজে হাসপাতালের প্যাথলজি বিভাগে পাঠানো হয় । পরে সোমবার রাতে পরীক্ষায় আইরিন আক্তার পাখির শরীরে করোনা ভাইরাস ধরা পড়েছে। আর বাকি তিন জনের রিপোর্ট নেগেটিভ এসেছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads