• রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪২৯
শৈলকুপায় করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১০০ জনে

প্রতীকী ছবি

সারা দেশ

শৈলকুপায় করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১০০ জনে

  • প্রকাশিত ২৮ জুলাই ২০২০

শৈলকুপা(ঝিনাইদহ) প্রতিনিধি

ঝিনাইদহের শৈলকুপায় করোনায় নতুন করে আরও ৪ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় ৮৪৪ ও এ উপজেলায় শনাক্তের সংখ্যা দাঁড়ালো ১০০ জনে।

মঙ্গলবার সকালে এ তথ্য নিশ্চিত করেন শৈলকুপা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ রাশেদ আল মামুন।

তিনি জানান, মঙ্গলবার সকালে কুষ্টিয়া ল্যাব থেকে জেলায় নতুন করে ২৮ জন আক্রান্ত ও শৈলকুপা উপজেলায় ৬টি নমুনার রিপোর্টে ৪ জনের রিপোর্ট পজেটিভ এসেছে। নতুন শনাক্তরা হলো, উপজেলার পৌর এলাকার হাবিবপুর গ্রামের গরু ব্যবসায়ী শরিফুল ইসলাম (৪২), কবিরপুর এলাকার ইবি পড়ুয়া শিক্ষার্থী রনি হোসেন (২২), বাজারপাড়ার ঔষধ কোম্পানীতে কর্মরত জুয়েল রানা (৩১) ও তার স্ত্রী পোড়াহাটি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষিকা শাহানাজ পারভিন (৩৫)। শনাক্ত রোগীরা নিজ নিজ বাড়িতে আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন। তারা সবাই সুস্থ আছে বলেও জানান তিনি।

উল্লেখ্য, ঝিনাইদহ জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৮৪৪ জন, এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৩০৭ ও মৃত্যু হয়েছে ১৬ জন। আর এ শৈলকুপা উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা ১০০, মোট সুস্থ ৩৭ ও মৃত্যু হয়েছে ৩ জনের।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads