• বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ২ জৈষ্ঠ ১৪২৯
সিলেটে ৭০ লাখ টাকার ভারতীয় মোবাইলসহ গাড়ি জব্দ

সংগৃহীত ছবি

সারা দেশ

সিলেটে ৭০ লাখ টাকার ভারতীয় মোবাইলসহ গাড়ি জব্দ

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ০২ আগস্ট ২০২০

সিলেটের গোলাপগঞ্জে পাঁচ লাগেজে প্রায় ৭০ লাখ টাকার ভারতীয় মোবাইলসহ একটি নোহা গাড়ি জব্দ করেছে পুলিশ।

শনিবার রাত ১১টার দিকে উপজেলার বাঘা ইউনিয়নের আব্দুল আহাদ উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে এগুলো জব্দ করা হয়।

গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী জানান, শাহপরান (রহ.) থানা পুলিশ জানতে পারে যে সিলেটের সীমান্তবর্তী তামাবিল থেকে শুল্ক ফাঁকি দিয়ে মোবাইল ফোনের একটি বড় চালান চোরাকারবারিরা শহরে নিয়ে এসেছে। এ খবর পেয়ে তারা বিভিন্ন গাড়িতে তল্লাশি শুরু করে।

রাত সাড়ে ১০টার দিকে সিলেট-তামাবিল সড়ক হয়ে নোহা মাইক্রোবাস (নং ঢাকা মেট্রো-চ-১১-৫২১৩) গাড়িটি আসে। তখন শাহপরান বাইপাস সড়কের দায়িত্বে থাকা পুলিশ গাড়িটিকে থামানোর চেষ্টা করেন। কিন্তু গাড়িটি না থামিয়ে সিলেট-বাঘা সড়কের দিকে দ্রুত গতিতে যেতে থাকে। এসময় পুলিশও তাদের আটকাতে পিছু ধাওয়া করে।

তিনি জানান, এক পর্যায়ে তারা গোলাপগঞ্জ উপজেলার বাঘা ইউনিয়নে পৌঁছে। এ ইউনিয়নের আব্দুল আহাদ উচ্চ বিদ্যালয়ের সামনে নোহা গাড়ি ও পাঁচটি মোবাইলের লাগেজ রেখে পালিয়ে যায়। পরে শাহপরাণ (রহ.) থানা পুলিশ গাড়ি ও মোবাইল জব্দ করে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশকে খবর দিলে এগুলো থানায় নিয়ে আসে।

মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী বলেন, চোরাকারবারিদের আটকের চেষ্টা চলছে। জব্দ করা মোবাইলগুলোর আনুমানিক বাজার মূল্য ৬০-৭০ লাখ টাকা হতে পারে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads