• সোমবার, ১৩ মে ২০২৪, ৩০ বৈশাখ ১৪২৯
কুমিল্লায় পল্লী চিকিৎসক জামশেদ হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

কুমিল্লায় পল্লী চিকিৎসক জামশেদ হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

  • কুমিল্লা প্রতিনিধি
  • প্রকাশিত ১২ আগস্ট ২০২০

কুমিল্লার নাঙ্গলকোটের বক্সগঞ্জ ইউনিয়নের বাকিহাটি গ্রামে মসজিদ কমিটি গঠন নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের নৃশংস সন্ত্রাসী হামলায় নিহত পল্লী চিকিৎসক জামশেদ আলম ভুঁইয়ার (৭০) হত্যাকারীদের দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।

বুধবার সকালে বক্সগঞ্জ ইউনিয়নের বাকিহাটি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগ উপদেষ্টা সদস্য মুক্তিযোদ্ধা আবুল হাসেম ভূইয়া মাষ্টার , উপজেলা আওয়ামীলীগ সদস্য আবুল হোসেন ভূইয়া, জালাল আহমেদ ভূইয়া মাষ্টার, জাহাঙ্গীর আলম, নিহতের মেয়ে ফারজানা আলম ভূঁইয়া, লুৎফুন নাহার প্রমুখ। বক্তারা, পল্লী চিকিৎসক জামশেদ আলম ভূঁইয়াকে নির্মমভাবে হত্যাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।এ সময় বক্তারা কতিপয় ব্যক্তি প্রভাব খাটিয়ে আসামীদের গ্রেফতারে বাধা ও মামলা ভিন্ন খাতে প্রভাবিত করার অপ-চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করেন।মানববন্ধনে হত্যাকারীদের বিচারের মাধ্যমে ফাঁসির দাবিতে ব্যানার, ফেস্টুন, পোস্টার নিয়ে এলাকার কয়েক‘শ নারী ও পুরুষ অংশগ্রহণ করে। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বাকিহাটি গ্রাম থেকে শুরু হয়ে আজিয়ারা বাজারে এসে শেষ হয়

উল্লেখ্য, গত ৭ আগষ্ট সন্ধ্যায় উপজেলার বক্সগঞ্জ ইউনিয়নের বাকিহাটি গ্রামের কাজি বাড়ির মসজিদ কমিটি গঠনকে কেন্দ্র করে সংঘটিত প্রতি পক্ষের হামলায় পল্লী চিকিৎসক জামশেদ আলম ভুঁইয়াসহ অন্তত ১২জন আহত হয়। মাথায় গুরুতর আহত জামশেদ আলমকে নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় জামসেদ আলম ভুঁইয়ার ছেলে তাসাদ্দেক হোসেন ভুঁইয়া এজহারনামীয় ১৩ জনসহ অজ্ঞাতনামা ১০/১২জনকে আসামি করে থানায় হত্যা মামলা দায়ের করেছেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads