• সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪২৯
কলাপাড়ায় নদী সাঁতরে ট্রলারে উঠতে গিয়ে কিশোর নিখোঁজ

ফাইল ছবি

সারা দেশ

কলাপাড়ায় নদী সাঁতরে ট্রলারে উঠতে গিয়ে কিশোর নিখোঁজ

  • কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
  • প্রকাশিত ১৩ আগস্ট ২০২০

পটুয়াখালীর কলাপাড়ায় রাবনাবাদ নদী সাঁতরে ট্রলারে উঠতে গিয়ে শাওন (১৬) এক কিশোর নিখোঁজ রয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে রাবনাবাদ নদীর আশাখালী মোহনায় এ দূর্ঘটনা ঘটেছে। নিখোঁজ শাওনের সন্ধানে তাৎক্ষণিক কয়েকশ জেলে নদীর বিভিন্ন মোহনায় খোঁজ চালালেও প্রবল স্রোতের টানে সে ভেসে যায়।

ধুলাসার ইউনিয়নের ইউপি সদস্য বাহাদুর ভূইয়া জানান, কলাপাড়ার জাকির হোসেনের ট্রলারে জেলে হিসেবে কাজ করতো শাওন। আশাখালী ঘাটে বাঁধা ট্রলারটি বৃহস্পতিবার সকাল সাড়ে দশটার দিকে দড়ি ছিড়ে মাঝ নদীতে ভেসে যায়। এ সময় শাওন নদী সাঁতরে ট্রলারটির দড়ি ধরে ট্রলারে উঠার সময় অপর একটি মাছ ধরা ট্রলার দড়ির উপর দিয়ে চলে গেলে শাওন নদীতে তলিয়ে যায়। তাৎক্ষণিক স্থানীয়রা মায়ের দোয়া নামের ওই ট্রলারটি আটক করলেও নিখোঁজ রয়েছে শাওন। নিখোঁজ শাওন ফরিদপুরের সালথা থানার মীরকান্দি গ্রামের জাফর শেখের ছেলে।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান জানান, নদীতে একজন নিখোঁজ হওয়ার খবর শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত (দুপুর পৌনে তিনটা) নিখোঁজ শাওনের সন্ধান পাওয়া যায় নি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads