• শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জৈষ্ঠ ১৪২৯
দাগনভূঞার ৩ পর্যটকের দাফন সম্পন্ন, পরিবারে চলছে শোকের মাতম

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

দাগনভূঞার ৩ পর্যটকের দাফন সম্পন্ন, পরিবারে চলছে শোকের মাতম

  • দাগনভূঞা (ফেনী) প্রতিনিধি
  • প্রকাশিত ১৬ আগস্ট ২০২০

নোয়াখালীর কোম্পানীগঞ্জের মুছাপুর ক্লোজার সংলগ্ন ছোট ফেনী নদীর অংশে মাছ ধরতে গিয়ে নিহত দাগনভূঞার তিন পর্যটক লাশ উদ্ধার করে দাফন করা হয়েছে।

শনিবার সকাল ১০টার দিকে কোম্পানীগঞ্জের মুছাপুর ক্লোজারের পশ্চিম অংশে ছোট ফেনী নদীর মিষ্টি পানিতে এ দুর্ঘটনা ঘটে। নিহত তিন পর্যটকের পরিবারে শোকের মাতম চলছে। স্বজনদের আহাজারীতে এলাকার আকাশ-বাতাস ভারী হয়ে উঠেছে।

রোববার সকালে ৯ টায় নজরুল ইসলাম স্বপন ও দুপর ১২টায় আনোয়ার হোসেনের এবং বিকাল ৪টায় রফিকুল ইসলাম মেহেদীর নামাজে জানাজা শেষে দেবরামপুর গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

পরিবার সূত্র জানায়, দাগনভূঞা উপজেলার দেবরামপুর গ্রামের ওমান প্রবাসী আনোয়ায়ার হোসেনের একটি কন্যা শিশু রয়েছে, দাগনভূঞা আজিজিয়া মাদ্রাসার আলিম পরিক্ষার্থী রফিকুল ইসলাম মেহেদী (২০), একই গ্রামের দেবরামপুর গ্রামের বাসিন্দা বসুরহাট বাজারের ব্যবসায়ী নজরুল ইসলাম স্বপনের একটি ছেলে ও একটি মেয়ে রয়েছে।

এদিকে পরিবারবকে সমবেদনা জানাতে ও প্রয়োজনীয় সহযোগিতার জন্য উপজেলার ইয়াকুবপুর ইউনিয়নের দেবরামপুর নিহতদের বাড়ীতে রবিবার দুপরে ফেনী জেলা প্রশাসক‌ মো. ওয়াহিদুজজমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রবিউল হাসান ছুটে আসেন।

প্রসঙ্গত, শনিবার দাগনভূঞার দেবরামপুর গ্রাম থেকে ২৩ জন পর্যটক সকালে ঘুরতে মুছাপুর ক্লোজারে যায়। পরে তাদের মধ্যে থেকে ৭জন ঝাঁকি জাল দিয়ে শখ করে ছোট ফেনী নদীর মিষ্টি পানির অংশে মাছ ধরতে নামে। এক পর্যায়ে হঠাৎ জোয়ারের পানিতে ৩ জন তলিয়ে গিয়ে পর্যন্ত নিখোঁজ হয়। কোম্পানীগঞ্জ ফায়ার সার্ভিসের ও স্থানীয়রা উদ্ধার চেষ্টায় গতকাল শনিবার একজনের ও রোববার বাকী দুই জনের লাশ উদ্ধার করে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads