• মঙ্গলবার, ৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪২৯
সেনবাগে বাড়ছে করোনা রোগী, ১২ দিনে শনাক্ত ৮০ জনের

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

সেনবাগে বাড়ছে করোনা রোগী, ১২ দিনে শনাক্ত ৮০ জনের

  • সেনবাগ (নোয়াখালী) প্রতিনিধি
  • প্রকাশিত ১৭ আগস্ট ২০২০

নোয়াখালীর সেনবাগ উপজেলায় স্বাস্থ্য বিধি না মানা ও মাস্ক ব্যবহার না করায় হু হু করে বাড়ছে করোনা রোগীর সংখ্যা।

স্বাস্থ্য বিভাগের এক পরিসংখ্যানে দেখা গেছে, গত ২৬ র্মাচ থেকে ৩১ জুলাই পর্যন্ত এই ৫ মাসে সেনবাগে করোনা রোগী শনাক্ত হয়েছিল ১৫০ জন। অপর দিকে কোরবানির ঈদের পর থেকে ৩ আগস্ট থেকে ১৭ আগস্ট পর্যন্ত এখানে করোনায় আক্রান্ত হয়েছে ৮০ জনের। এদের মধ্যে আছে উপজেলা নির্বাহী অফিসারসহ তার অধিনস্ত ৫ জন, সেনবাগ পল্লী বিদ্যুৎ সমিতির ১১ জন, সেনবাগ থানার এসআই, এএসআইসহ ৫ জনসহ ৮০ জন। এর মধ্যে ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছে আরো ৫ জন। ইতোমধ্যে সেনবাগে করোনায় সংক্রমিত হয়ে মৃত্যুবরণ করেছে ১১ জন। যা নোয়াখালী জেলার মধ্যে তৃতীয় স্থানে অবস্থান করছে সেনবাগ।

বিষয়গুলি নিশ্চিত করে সেনবাগ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মতিউর রহমান জানান, সেনবাঘের লোকজন স্বাস্থ্যবিধি না মানা ও মাস্ক পরিধান না করায় হু হু করে করোনা বিস্তার শুরু করেছে। তাই করোনা বিস্তার রোধকল্পে সকলকে বিনা প্রয়োজনে ঘরের বের না হতে অনুরোধ করেন।এছাড়াও একান্ত প্রয়োজনে বাড়ির বাহির হলে মাস্ক পরে বের হতে। পরিবারের কারো করোনার লক্ষণ দেখা দিলে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন তিনি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads