• শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জৈষ্ঠ ১৪২৯
রক্তমিতা ফোরামের উদ্যোগে পূর্বধলায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

রক্তমিতা ফোরামের উদ্যোগে পূর্বধলায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প

  • পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি
  • প্রকাশিত ২৭ আগস্ট ২০২০

নেত্রকোণার পূর্বধলায় রক্তমিতা ফোরামের উদ্যোগে ও লায়ন্স আই কেয়ার সেন্টার এন্ড হাসপাতালের পরিচালনায় উত্তর পূর্বধলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে।

রক্তমিতা ফোরামের সভাপতি সাদ্দাম হোসেন’র সভাপতিত্বে দিনব্যাপী বিনামূল্যে চক্ষুশিবির ক্যাম্পের উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহিদুল ইসলাম সুজন, বিশেষ অতিথি ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ আহামদ রাজ্জাক সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান শারমিন সুলতানা সুমি আকন্দ।

এ সময় উপস্থিত ছিলেন, রক্তমিতা ফোরামের সহ সভাপতি মোঃ শাহজাহান মিয়া, সাধারণ সম্পাদক বদরুল আলম ঝুমন, উত্তর পূর্বধলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ফজলুল হক বাবুল, চক্ষু বিশেষজ্ঞ সিপিডি মোহাম্মদ তরিকুল ইসলাম, ক্যাম্প সহকারি কাজল মিয়া, রক্তমিতা ফোরামের সাবেক আহ্বায়ক জাকির আহমেদ খানসহ সকল সদস্যবৃন্দ।

সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চক্ষু রোগীদের পরীক্ষা নিরীক্ষা করে প্রয়োজনীয় চিকিৎসা সেবা প্রদান করেছেন। রক্তমিতা ফোরামের সকল সদস্যগণ উপস্থিত থেকে বিভিন্ন চক্ষু রোগীদের সার্বিক সহযোগিতা করেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads