• সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪২৯
চৌদ্দগ্রামে যাত্রীবাহী বাস উল্টে নারী নিহত, আহত ২০

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

চৌদ্দগ্রামে যাত্রীবাহী বাস উল্টে নারী নিহত, আহত ২০

  • চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি
  • প্রকাশিত ২৮ আগস্ট ২০২০

কুমিল্লার চৌদ্দগ্রামে যাত্রীবাহী বাস উল্টে এক নারী নিহত ও অপর অন্তত ২০ জন আহত হয়েছেন। শুক্রবার সকালে চট্টগ্রাম-ঢাকা মহাসড়কের বাতিসা গোবিন্দ মানিক্য দীঘির পাড়ে এ ঘটনা ঘটে।

নিহত নারীর নাম হাছিনা বেগম(৪৮)। তিনি কুমিল্লার মুরাদনগর উপজেলার নগরকান্দি গ্রামের মৃত জয়নাল আবেদীনের স্ত্রী। দুর্ঘটনায় আহত হয়েছেন ২০-২১ জন।

তথ্যটি নিশ্চিত করেছেন মিয়াবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই জয়নাল আবেদীন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, চট্টগ্রাম থেকে ব্রাক্ষণবাড়িয়ার আশুগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে আসা তিশা পরিবহনের একটি বাস দ্রুতগতিতে মহাসড়কের বাতিসা এলাকায় ওভারটেক করার সময় উল্টে যায়। এতে বাসে থাকা নারী-শিশুসহ ২০-২১ জন যাত্রী আহত হন। খবর পেয়ে চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক হাছিনা বেগম নামের একজনকে মৃত ঘোষণা করেন।

আহতদের কয়েকজন হলেন- হোসনে আরা, কালু মিয়া, হনুফা আক্তার, কোরবান আলী, মরিয়ম আক্তার, সুমন, জহুরা, অলি উল্লাহ সুমন, শারমিন আক্তার, জয়নব বেগম, ময়না বেগম, নাজমিন, রোকসানা, ফিরোজা ও মোঃ আলম। এরমধ্যে গুরুতর আহত হয়েছেন ৩ জন।

তাদেরকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads