নরসিংদীর রায়পুরা পৌর শহরে বাংলা ঢং ফাস্ট ফুড অ্যান্ড মিনি চাইনিজ রেস্টুরেন্ট ও পার্টি সেন্টারের মালিককে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও আগের দিন রান্না করে তা ফ্রিজে সংরক্ষণ করে ক্রেতাদের পরিবেশন করার অপরাধে এ জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
ওই সময় রেস্টুরেন্ট ভেতর থেকে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে অপ্রাপ্ত বয়স্ক তিন জোড়া কিশোর-কিশোরী ও এক জোড়া তরুণ-তরুণীকে আটক করা হয়। পরে মুচলেকার বিনিময়ে তাদেরকে ছেড়ে দেওয়া হয়।
আজ বৃহস্পতিবার দুপুরে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুর রহমান খন্দকার।
রায়পুরা উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুর রহমান খন্দকার জানান, এটি ভেজালবিরোধী ধারাবাহিত অভিযানের অংশ। এ ধরনে অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।