• রবিবার, ১২ মে ২০২৪, ২৯ বৈশাখ ১৪২৯
সোনারগাঁয়ে বিদ্যুৎস্পৃষ্টে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

সোনারগাঁয়ে বিদ্যুৎস্পৃষ্টে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু

  • সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
  • প্রকাশিত ১৩ সেপ্টেম্বর ২০২০

নারায়ণগঞ্জের সোনারগাঁ পৌরসভার কৃৃষ্ণপুরা গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অর্পন চক্রবর্তী (১৮) নামে একজন এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে।

আজ রোববার সকালে এ ঘটনা ঘটে। 

নিহত অর্পন চক্রবর্তী সোনারগাঁও পৌরসভার কৃৃষ্ণপুরা গ্রামে কুমকুম চক্রবর্তীর একমাত্র ছেলে। সোনারগাঁ জি আর ইনষ্টিটিউশন স্কুল এন্ড কলেজের মেধাবী ছাত্র অর্পন এইচএসসি পরীক্ষার্থী ছিল।

পারিবারিক সূত্রে জানা যায়, পল্লী বিদ্যুতের মেইন লাইন তাদের ঘরের চালার উপর দিয়ে টেনে নেয়ায় বাতাসে টিনের চালার সঙ্গে বিদ্যুৎতের তারের ঘর্ষণে বিদ্যুতের তার লিকেজ হয়ে সম্পুর্ণ ঘর বিদ্যুতায়িত হয়ে পড়ে। এ সময় অর্পনের ছোট বোন আঙ্গিনায় ভেজা কাপড় ছড়াতে গেলে সে প্রথমে বিদ্যুতায়িত হয়ে পড়ে। ছোট বোনকে বাচাঁতে গিয়ে নিজেই বিদ্যুতায়িত হয়ে পড়ে তার মৃত্যু হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।

শিক্ষার্থী মৃত্যু ঘটনায় পল্লী বিদ্যুৎকে দায়ী করে মামলা করার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছে নিহতের স্বজনেরা। 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads