• রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪২৯
কক্সবাজার পৌরমেয়রসহ ২ জনের ২২ লাখ টাকা জব্দ, ৫ অ্যাকাউন্ট স্থগিত

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

কক্সবাজার পৌরমেয়রসহ ২ জনের ২২ লাখ টাকা জব্দ, ৫ অ্যাকাউন্ট স্থগিত

  • কক্সবাজার প্রতিনিধি
  • প্রকাশিত ১৫ সেপ্টেম্বর ২০২০

কক্সবাজার পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমানসহ ২ জনের প্রায় ২২ লাখ টাকা জব্দ করেছে দূর্নীতি দমন কমিশন (দুদক)। কক্সবাজার মিউচুয়্যাল ট্রাস্ট ব্যাংক এবং ডাচ বাংলা ব্যাংকের শাখা থেকে এই টাকা জব্দ করা হয়।

এর মধ্যে মিউচুয়্যাল ট্রাস্ট ব্যাংক কক্সবাজার শাখায় মেয়র মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের নামে থাকা ১১ টি একাউন্টে ১৭ লাখ ৪৮ হাজার ৩৯০ টাকা এবং ডাচ বাংলা ব্যাংক শাখায় এডভোকেট নোমান শরীফের নামে থাকা ৪ লাখ ৪৭ হাজার ১৮৭ টাকা জব্দ করা হয়।

এছাড়া মেয়র মুজিবুর রহমানের পরিবারের ৩ সদস্যের স্থাবর-অস্থাবর সম্পদ অর্জনের খোঁজ নিতে অনুসন্ধান চালাচ্ছে দুদক। এর অংশ হিসাবে ইতোমধ্যে তাদের নামে থাকা একটি ব্যাংকের ৫ টি একাউন্টের লেনদেন স্থগিত রাখতে বলা হয়েছে। একই সংঙ্গে এসব একাউন্ট জব্ধ করতে আদালতে আবেদন ও জানানো হয়েছে বলে নিশ্চিত করেছেন দূর্নীতি দমন কমিশন দুদক চট্টগ্রাম অঞ্চলের সহকারী পরিচালক মো. শরীফ উদ্দিন। কক্সবাজার পৌর মেয়র মুজিবুর রহমান তার স্ত্রী ফারহানা রহমান, ছেলে হাসান মেহেদী রহমানের সম্পদের তথ্য চাওয়া হচ্ছে বলে জানান তিনি।

মেয়র মুজিবুর রহমানের ছেলে হাসান মেহেদী রহমান কক্সবাজার পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।

দুদক কর্মকর্তা বলেন, কক্সবাজারে চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্প থেকে জমির ক্ষতিপূরণ আদায় এবং নানা ভাবে মানুষের কাছ থেকে পৌর মেয়র মুজিবুর রহমানসহ তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের ভিত্তিতে অনুসন্ধান চালাচ্ছে দুদক। এরই অংশ হিসাবে আমরা প্রাথমিকভাবে কিছু তথ্য উপাত্ত পেয়েছি। এখনো অনুসন্ধান চলমান তাই আরে কোন মন্তব্য করা যাচ্ছে না।

 এদিকে ৭ সেপ্টেম্বর কক্সবাজার শহরের বাঁকখালী নদী দখলকারীদের ২০ জনকে নোটিশ প্রদান করেছে দুদক সেই তালিকায়ও সবার উপরে নাম আছে মেয়র মুজিবুর রহমানের।

এ ব্যপারে কক্সবাজার পৌরসভার মেয়র মুজিবুর রহমান জানান, আমি রাজনৈতিক লোক তাই আমার জনপ্রিয়তাকে নষ্ট করার জন্য এবং সরকারকে বদনাম করতে কিছুলোক উঠে পড়ে লেগেছে এগুলো এরই অংশ। তিনি তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কাউকে কোন মন্তব্য না করার পরামর্শ দেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads