• বৃহস্পতিবার, ২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪২৯
হাজীগঞ্জ বাজারে পেঁয়াজের আড়তে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

হাজীগঞ্জ বাজারে পেঁয়াজের আড়তে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

  • চাঁদপুর প্রতিনিধি
  • প্রকাশিত ১৬ সেপ্টেম্বর ২০২০

চাঁদপুরের হাজীগঞ্জ বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে। বাজারে পেঁয়াজের মূল্য স্থিতিশীল রাখতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে এ অভিযান পরিচালনা করেন হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বৈশাখী বড়ুয়া।

এসময় কয়েকটি আড়তে অতিরিক্ত মূল্যে পাইকারি পেঁয়াজ বিক্রয় করায় ৩টি দোকানকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা বৈশাখী বড়ুয়ার সাথে ভ্রাম্যমান আদালত পরিচালনার সময় উপস্থিত ছিলেন এসআই রফিকুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয়ের সিইও মো. নাসিরউদ্দিন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা বৈশাখী বড়ুয়া জানান, ভোক্তা অধিকার আইনে পেঁয়াজের বাজার স্থিতিশীল রাখতে এ জরিমানা করা হয়।

তিনি জানান, পর্যাপ্ত পেঁয়াজ মজুদ রয়েছে। কোন ভাবেই গুজবে কান দিয়ে বাজারে অস্থিরতা সৃষ্টি করা যাবেনা।

ক্যাপশান: চাঁদপুরের হাজীগঞ্জ বাজারে পেঁয়াজের আড়তে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বৈশাখী বড়ুয়া।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads