• শুক্রবার, ৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪২৯
হালুয়াঘাটে দূর্গাপূজা উদযাপনের প্রস্তুতিমূলক সভা

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

হালুয়াঘাটে দূর্গাপূজা উদযাপনের প্রস্তুতিমূলক সভা

  • হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি
  • প্রকাশিত ০৬ অক্টোবর ২০২০

ময়মনসিংহের হালুয়াঘাটে আজ সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে আসন্ন শারদীয় দুর্গোৎসব ২০২০ উদযাপন উপলক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।

সকালে উপজেলা হলরুমে আয়োজিত সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম সভাপতিত্ব করেন।

সভায় বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ঝর্ণা ঘোষ, পৌর মেয়র মো. খায়রুল আলম ভূঞা, সহকারী কমিশনার (ভূমি) তানভীর আহমেদ, উপজেলা আওয়ামী লীগের (ভারপ্রাপ্ত) সভাপতি বীর মুক্তিযোদ্ধা কবিরুল ইসলাম বেগ, (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক মো. আব্দুর রশিদ, অফিসার ইনচার্জ মো. মাহমুদুল হাসান, উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি অধ্যাপক জয়দেব দত্ত, সম্পাদক অধ্যাপক অশোক সরকার অপু সহ ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের প্রতিনিধি, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক ও সূশীল সমাজের নেতারা। এবার উপজেলায় মোট ৫৮ টি মন্ডবে শারদীয় দূর্গোৎসব অনুষ্ঠিত হবে। পূজায় সার্বিক নিরাপত্তা সহ সব ধরনের সহযোগীতার আশ্বাস দেন উপজেলা প্রশাসন।

সভায় এবারের পূজায় সরকারের দেওয়া নির্দেশনাবলী মেনে চলার জন্য সকলের প্রতি আহ্বান জানানো হয়। এছাড়াও বিদ্যুৎ, ফায়ার সার্ভিস, পুলিশ প্রশাসন, স্বাস্থ্য সেবা সহ আনসার ভিডিবি সেবা নিশ্চিত করার সিদ্ধান্ত নেওয়া হয় । 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads